Wednesday, October 22, 2025
Homeদর্শন কুমারকে নিয়ে আনুশকা-প্রিয়াঙ্কার তর্ক, বলিউডে নতুন আলোচনার ঝড়

দর্শন কুমারকে নিয়ে আনুশকা-প্রিয়াঙ্কার তর্ক, বলিউডে নতুন আলোচনার ঝড়

বলিউডে নায়িকাদের মধ্যে বন্ধুত্ব কতটা সত্যি—এই প্রশ্ন নতুন করে আলোচনায়। জোয়া আখতারের দিল ধাড়কনে দো ছবির শুটিং সেটে আনুশকা শর্মা ও প্রিয়াঙ্কা চোপড়ার মধ্যে নাকি তর্ক-বিতর্ক হয় অভিনেতা দর্শন কুমারকে ঘিরে। একজন তাকে উদ্ধত বলেছেন, আরেকজন মনে করেছেন তিনি ভীষণ মিষ্টি ও পরিশ্রমী।

১. শুটিং সেটে মতভেদ: আনুশকা শর্মা ও প্রিয়াঙ্কা চোপড়া দুজনেই জোয়া আখতারের জনপ্রিয় ছবি দিল ধাড়কনে দো-তে একসঙ্গে কাজ করেছিলেন। শুটিং চলাকালীন দর্শন কুমারকে নিয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। আনুশকা মনে করেন দর্শন বেশ উদ্ধত, অন্যদিকে প্রিয়াঙ্কা তাকে ভদ্র ও মিষ্টি স্বভাবের বলে প্রশংসা করেন।

২. দর্শনের অভিজ্ঞতা: অভিনেতা দর্শন কুমার নিজেই পরে এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রিয়াঙ্কা ও আনুশকা তার বিষয়ে দুই বিপরীত মত প্রকাশ করেছিলেন। প্রিয়াঙ্কা তাকে পরিশ্রমী ও দক্ষ অভিনেতা হিসেবে অভিহিত করেন। অন্যদিকে আনুশকার ধারণা ছিল দর্শন খুব অহংকারী।

আরো পড়ুন: ‘নাস্তিক’ আখ্যা নিয়ে ক্ষোভ, মুখ খুললেন সাফা কবির

৩. চরিত্রের ভেতরে দর্শন: দর্শন জানান, এনএইচ ১০ ছবিতে খলচরিত্রে অভিনয় করেছিলেন তিনি। চরিত্রে ডুবে থাকার কারণে সেটেও আনুশকার সঙ্গে বেশ সিরিয়াস এবং কঠিন ব্যবহার করতেন। সেজন্যই তাকে উদ্ধত মনে হয়েছিল। তবে শুটিং শেষ হওয়ার পর তিনি আনুশকার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছেন।

৪. প্রিয়াঙ্কার দৃষ্টিভঙ্গি: অন্যদিকে, মেরি কম ছবিতে দর্শনের সহ-অভিনেতা ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানকার অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। তার মতে, দর্শন একজন পরিশ্রমী ও ভীষণ মিষ্টি মানুষ, যিনি সহকর্মীদের সম্মান করতে জানেন।

৫. দর্শনের বর্তমান কাজ: বর্তমানে দর্শন কুমার অভিনয় করছেন দ্য বেঙ্গল ফাইলস ছবিতে। সমসাময়িক প্রেক্ষাপটে তার অভিনয় আবারো আলোচনায় এসেছে।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ