দেশের ব্যাংকিং খাতে নতুন চমক এনেছে প্রাইম ব্যাংক। বাজারে এসেছে দেশের প্রথম সম্পূর্ণ মাশুলমুক্ত ক্রেডিট কার্ড – ‘জিরো বাই প্রাইম ব্যাংক’। এই কার্ডে নেই কোনো ইস্যু ফি, বার্ষিক ফি বা এসএমএস অ্যালার্ট চার্জ। এমনকি বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে অর্থ স্থানান্তরেও লাগবে না কোনো অতিরিক্ত খরচ। ভিসা ব্র্যান্ডের এই দ্বৈত মুদ্রার কার্ডে রয়েছে রিওয়ার্ড পয়েন্ট, এটিএম ক্যাশ আউটসহ আরও নানা সুবিধা, যা ব্যবহারকারীদের কাছে এটিকে আলাদা করেছে।
কারা নিতে পারবেন
প্রাইম ব্যাংকের জিরো ক্রেডিট কার্ড মূলত উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য প্রযোজ্য।
- বেতনভোগী চাকরিজীবী: মাসিক ন্যূনতম ৭০ হাজার টাকা আয় থাকতে হবে।
- ব্যবসায়ী: মাসিক ন্যূনতম আয় হতে হবে ১ লাখ টাকা।
ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স অপরিহার্য। আর চাকরিজীবীদের জন্য লাগবে স্যালারি সার্টিফিকেট, গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সাইজ ছবি।
যারা এই আয়ের মানদণ্ডে পড়েন না, তারা চাইলে নির্দিষ্ট পরিমাণ অর্থ স্থায়ী আমানত (FDR) হিসেবে জমা রেখে কার্ডটি নিতে পারবেন। সেক্ষেত্রে জমার ৮০-৯০% পর্যন্ত ক্রেডিট লিমিট পাওয়া যাবে।
কী কী সুবিধা
এই কার্ডের সবচেয়ে বড় সুবিধা হলো কোনো চার্জ ছাড়াই ব্যবহার করা যায়।
- ইস্যু ফি, বার্ষিক ফি, এসএমএস অ্যালার্ট ফি, স্টেটমেন্ট ফি বা ইএমআই প্রসেসিং ফি নেই।
- ওভার লিমিট চার্জও নেই।
- মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (বিকাশ, রকেট, নগদ) টাকা পাঠাতে কোনো খরচ লাগবে না।
- ভিসা ব্র্যান্ডের হওয়ায় দেশে ও বিদেশে ব্যবহার করা যাবে।
- প্রতি ৫০ টাকা খরচে ১টি রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে, যা পরে ক্যাশে রূপান্তর করা সম্ভব।
- এটিএম থেকে নগদ উত্তোলন ও পিওএস ট্রানজাকশনের সুবিধা রয়েছে।
যা মনে রাখবেন
তবে কিছু চার্জ প্রযোজ্য হবে বিশেষ ক্ষেত্রে:
- চেক দিয়ে নগদ উত্তোলনে ৩% চার্জ।
- ব্যাংক হিসাবে সরাসরি ফান্ড ট্রান্সফারে ১% চার্জ।
- ৪০-৪৫ দিনের মধ্যে বিল পরিশোধ না করলে ১,০০০ টাকা বিলম্ব ফি।
- সুদ: বকেয়া অর্থের ওপর প্রতি মাসে ২% হারে সুদ।
- কার্ড প্রতিস্থাপন, ইজি পে প্ল্যান, কাগজভিত্তিক পিন পরিবর্তন ইত্যাদির জন্য আলাদা চার্জ প্রযোজ্য।
- সিআইবি চার্জ ১০০ টাকা ও বিমা প্রিমিয়াম ০.৩৫% হারে যোগ হবে।
- সব চার্জের ওপর ১৫% ভ্যাট দিতে হবে।
আরো পড়ুন: ঢাকা মেট্রো রেলে লাখ টাকার বেতনে চুক্তিভিত্তিক চাকরি আবেদন শুরু
কেন বিশেষ
প্রাইম ব্যাংকের ‘জিরো’ কার্ড মূলত তাদের জন্য যারা অতিরিক্ত চার্জ ছাড়াই ক্রেডিট কার্ড ব্যবহার করতে চান। বর্তমানে বাংলাদেশে যেসব ব্যাংক ক্রেডিট কার্ড ইস্যু করে, প্রায় সব ক্ষেত্রেই বার্ষিক ফি বা চার্জ নেওয়া হয়। সেই তুলনায় এই কার্ড গ্রাহকের খরচ বাঁচাবে এবং নতুন প্রজন্মকে ক্রেডিট কার্ড ব্যবহারে আগ্রহী করবে।
৩টি সম্ভাব্য নিউজ টাইটেল
- প্রাইম ব্যাংকের জিরো ক্রেডিট কার্ড: বার্ষিক ফি ছাড়াই সর্বাধিক সুবিধা
- দেশের প্রথম মাশুলমুক্ত ক্রেডিট কার্ড বাজারে, দিচ্ছে প্রাইম ব্যাংক
- ক্রেডিট কার্ড ব্যবহার হবে সাশ্রয়ী, প্রাইম ব্যাংক আনল জিরো কার্ড