Wednesday, September 17, 2025
Homeটাটা মোটরস আনছে ১০ লাখ টাকার মধ্যে ৩টি নতুন এসইউভি

টাটা মোটরস আনছে ১০ লাখ টাকার মধ্যে ৩টি নতুন এসইউভি

ভারতের গাড়ি বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে ১০ লাখ টাকার মধ্যে তিনটি নতুন সাব-৪ মিটার এসইউভি আনতে যাচ্ছে টাটা মোটরস। আগামী কয়েক বছরের মধ্যে ধাপে ধাপে এই মডেলগুলো বাজারে আসবে।

এ বছরই আসছে Tata Punch facelift

টাটা মোটরস আনছে ১০ লাখ 1
Tata Punch facelift. ছবি: সংগৃহীত

টাটা মোটরস নভেম্বরেই বাজারে আনবে ফেসলিফটেড টাটা পাঞ্চ। নতুন মডেলটির ডিজাইনে থাকবে বড় ধরনের পরিবর্তন, যেখানে অনুপ্রেরণা নেওয়া হয়েছে Punch.ev থেকে। এতে নতুন হেডল্যাম্প, রিডিজাইন করা বাম্পার এবং ১৬ ইঞ্চি অ্যালয় হুইল যুক্ত করা হয়েছে।

আরো পড়ুন: বিশ্বের সবচেয়ে সুন্দর ১০টি গ্রাম ২০২৫ সালের: এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতা

অভ্যন্তরে আসছে বড় পরিবর্তনও—বর্তমান ৭ ইঞ্চির বদলে থাকছে ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং নতুন ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে। ইঞ্জিন অপশনে থাকছে ১.২ লিটার পেট্রোল ও পেট্রোল-সিএনজি ভ্যারিয়েন্ট। পাশাপাশি, সিএনজি মডেল এবার ৫-স্পিড অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশনেও পাওয়া যাবে।

২০২৭-এ আসছে Tata Nexon second generation

টাটা মোটরস আনছে ১০ লাখ 3
Tata Nexon second generation. ছবি: সংগৃহীত

২০২৭ সালে বাজারে আসবে দ্বিতীয় প্রজন্মের টাটা নেক্সন (কোডনেম: গরুড়)। এক্স১ প্ল্যাটফর্মের আধুনিক সংস্করণে তৈরি এই মডেলটিতে পাওয়া যাবে ১.২ লিটার পেট্রোল ও পেট্রোল-সিএনজি ইঞ্জিন। তবে কঠোর বিএস৭ নির্গমন মানদণ্ডের কারণে ১.৫ লিটার ডিজেল ভ্যারিয়েন্ট বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।
নতুন নেক্সনে থাকবে উন্নত প্রযুক্তি—১২.৩ ইঞ্চির ইনফোটেইনমেন্ট সিস্টেম, পাওয়ার ড্রাইভারের সিট এবং লেভেল-২ এডিএএস সুবিধা।

২০২৮-এ আসবে ‘TATA SCARLET’

টাটা মোটরস আরও একটি নতুন সাব-৪ মিটার এসইউভি আনার পরিকল্পনা করছে, যার কোডনেম ‘স্কারলেট’। এটি হবে নতুন প্রজন্মের সিয়েরার ছোট সংস্করণ। বক্সি ডিজাইনের এই মডেলটিকে প্রতিদ্বন্দ্বী করা হচ্ছে মাহিন্দ্রা থার ও মারুতি জিমনির সঙ্গে।

আরো পড়ুন:মাত্র ৯৩ হাজারে বাজারে টিভিএস জুপিটার স্টারডাস্ট ব্ল্যাক এডিশন, থাকছে নতুন ফিচার

তবে স্কারলেট হবে মনোকক প্ল্যাটফর্মে তৈরি, যেখানে অফ-রোড ক্ষমতার চেয়ে আরাম, ড্রাইভিং ডাইনামিকস ও জ্বালানি দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হবে। এ মডেলের ইলেকট্রিক সংস্করণও আনার পরিকল্পনা করছে টাটা মোটরস, যা প্রতিযোগিতা করবে কিয়ার আসন্ন Syros EV-এর সঙ্গে। এর সম্ভাব্য মূল্য ধরা হচ্ছে প্রায় ৯.৫ লাখ টাকা থেকে শুরু।

ভবিষ্যৎ পরিকল্পনায় টাটা

নতুন এই তিনটি এসইউভি—ফেসলিফটেড পাঞ্চ, সেকেন্ড জেনারেশন নেক্সন এবং স্কারলেট—ভারতের জনপ্রিয় সাব-৪ মিটার সেগমেন্টে টাটা মোটরসের অবস্থান আরও শক্ত করবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে প্রথম দুটি মডেল আগামী তিন বছরের মধ্যেই বাজারে আসবে, আর স্কারলেট শোরুমে পৌঁছাবে ২০২৮ সালে।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ