রোববার (১৪ সেপ্টেম্বর) ভোর থেকেই রাজধানী ঢাকার আকাশে নেমেছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দুপুর পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে। শুধু তাই নয়, ঢাকাসহ দেশের ১৪ জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিসের সতর্কবার্তা
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের বেশ কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রয়েছে—ঢাকা, রংপুর, দিনাজপুর, ফরিদপুর, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আরো পড়ুন:
আজকের রাশিফল ১৪ সেপ্টেম্বর ২০২৫: মেষ থেকে মীন পর্যন্ত দিন কেমন যাবে
সরাসরি টিভি আজকের খেলা ১৪ সেপ্টেম্বর ২০২৫
আজকের সোনার দাম – ১৪ সেপ্টেম্বর ২০২৫
আবহাওয়া অধিদফতরের সকাল ৭টার পূর্বাভাসে জানানো হয়, ঢাকায় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এদিন ঢাকায় বজ্রসহ বৃষ্টি হওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে।
ঝড়ো হাওয়ার সময়ে অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে নদীপথে যাতায়াতকারীদের সতর্ক থাকতে এবং আবহাওয়া অফিসের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।