Wednesday, September 17, 2025
Homeদৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে দেশীয় চিপ উদ্ভাবন করলো আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে দেশীয় চিপ উদ্ভাবন করলো আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জীবনে আলো ফেরাতে এক অনন্য উদ্যোগ নিল আইআইটি ধানবাদের গবেষক দল। স্মার্টগ্লাসের জন্য বিশেষভাবে তৈরি হলো দেশীয় চিপ APEC 1, যা সম্পূর্ণভাবে ভারতে নির্মিত। ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রাজীব কুমার রঞ্জনের নেতৃত্বে এই অসাধারণ সাফল্য এসেছে।

গবেষকরা জানান, আগে ধানবাদের দল একটি চিপ ডিজাইন করলেও সেটি তৈরি হয়েছিল বিদেশে। তবে এবারের প্রকল্পে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে দেশে তৈরি হলো APEC 1 ইন্টিগ্রেটেড সার্কিট, যা আত্মনির্ভর ভারতের সেমিকন্ডাক্টর সক্ষমতাকে আরও শক্তিশালী করলো।

চিপটি কীভাবে কাজ করবে

APEC 1 স্মার্টগ্লাসে ব্যবহার করা হলে দৃষ্টিহীনরা আশপাশের পরিবেশ সম্পর্কে ধারণা পেতে সক্ষম হবেন। শুধু তাই নয়, এই চিপ ডেটা স্টোরেজ, লো পাওয়ার এবং হাই ফ্রিকোয়েন্সি গ্যাজেটের ক্ষেত্রেও কার্যকরী ভূমিকা রাখবে। গবেষকদের বিশ্বাস, এটি দৃষ্টিহীনদের চলাফেরা ও দৈনন্দিন জীবনে এক নতুন মাত্রা যোগ করবে।

প্রকল্পের সূচনা ও অর্থায়ন

২০২৩ সালে শুরু হওয়া এই প্রকল্পে কেন্দ্রীয় ইলেকট্রনিকস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক ১.১২ কোটি টাকা অনুদান দিয়েছে। দীর্ঘ গবেষণা ও পরিশ্রমের পর এ বছর উদ্ভাবিত হলো দেশীয় এই চিপ। অধ্যাপক রাজীব কুমার রঞ্জনের ভাষায়, “এই চিপ দৃষ্টিহীনদের জীবনে নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দেবে এবং একই সঙ্গে ভারতের প্রযুক্তি বিশ্বমঞ্চে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হবে।”

আরো দেখুন: মার্কিন মুদ্রাস্ফীতি অনুকূল, বিশ্ব শেয়ারবাজারে ঊর্ধ্বগতি

বিশেষজ্ঞদের মন্তব্য

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, এ সাফল্য শুধু আত্মনির্ভরতার প্রতীক নয়, বরং মানবকল্যাণে প্রযুক্তি ব্যবহারের এক উজ্জ্বল উদাহরণ। সেমিকন্ডাক্টর শিল্পে ভারতের অগ্রযাত্রার পাশাপাশি এটি ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরিতেও সহায়ক হবে।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ