বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদ পরিবার কিংবা একুশের ভাষা শহীদ পরিবার যেমন সরকারিভাবে ভাতা পান, তেমনি শাপলার শহীদ পরিবারগুলোকেও রাষ্ট্রীয় ভাতার আওতায় আনতে হবে।
শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে হলি উম্মাহ মিলনায়তনে ‘শাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরামের’ মাসিক সহায়তা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
মামুনুল হক বলেন, “শাপলার শহীদরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ভিত্তি তৈরি করেছিলেন। তাই তাঁদের আত্মত্যাগকে জাতীয় স্বীকৃতি দেওয়া সময়ের দাবি। আগামী প্রজন্মের কাছে এই চেতনাকে পৌঁছে দিতে হবে এবং শহীদ পরিবারের পাশে দাঁড়াতে হবে রাষ্ট্রকেও।”
তিনি আরও জানান, ২০১৩ সালের শাপলা গণহত্যায় নিহতদের পরিবারের জন্য নিয়মিত সহায়তা প্রদানের লক্ষ্যে ইতোমধ্যেই “শাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরাম” গঠিত হয়েছে। এ ফোরামের মাধ্যমে ধাপে ধাপে সকল শহীদ পরিবারকে মাসিক সহায়তার আওতায় আনা হবে।
আরো দেখুন: মহিলাদের আয় জাতীয় আয়ে অন্তর্ভুক্ত করা জরুরি
অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের হাতে সহায়তা প্রদান করা হয়। এ সময় শাপলা স্মৃতি সংসদের নির্বাহী ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা সালাহুদ্দীন মাসউদ এবং মাওলানা আরিফুর রহমান।