এশিয়া কাপে আজ মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। লিটন দাসের নেতৃত্বে আবুধাবিতে টাইগাররা মুখোমুখি হবে হংকংয়ের। টুর্নামেন্টের প্রথম ম্যাচ হওয়ায় বাংলাদেশ কেমন একাদশ সাজাবে, তা নিয়েই জেগেছে সমর্থকদের কৌতূহল।
ব্যাটিং লাইনআপে ওপেনিং জুটি হিসেবে থাকবেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন। চলতি বছরে দুজন মিলিয়ে ছক্কা হাঁকিয়েছেন ৪৫টি, যেখানে তানজিদের সংগ্রহ ২৩ এবং পারভেজের ২২। বলা যায়, দলের ইনিংস শুরুর আগেই থাকবে ছক্কার প্রতিযোগিতা।
এক নম্বরে থাকছেন অধিনায়ক লিটন দাস। দুর্দান্ত ফর্মে থাকা লিটন শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস সিরিজে হয়েছেন সেরা খেলোয়াড়। চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি সর্বাধিক ৪১৭ রান করেছেন, সঙ্গে ১৯টি ছক্কা। তাঁর স্ট্রাইক রেটও (১৩৫.৩৮) যথেষ্ট ভরসার।
চারে থাকবেন তাওহিদ হৃদয়। যদিও শেষ ১২ ইনিংসে ফিফটি পাননি, তবুও সামর্থ্যে তিনি দেশের সেরা তরুণ ব্যাটারদের একজন। এরপর মিডল অর্ডারে শামীম হোসেন ও উইকেটকিপার জাকের আলীকে দেখা যেতে পারে। বাঁহাতি শামীম ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও দলের বাড়তি শক্তি।
সাত নম্বরে অলরাউন্ডার মেহেদী হাসান। যদিও দ্রুত রান তুলতে তাঁর স্ট্রাইক রেট (১০০.২৫) কিছুটা হতাশাজনক, তারপরও বোলিংয়ের জন্য তিনি গুরুত্বপূর্ণ। তাঁর সঙ্গে স্পিন বিভাগে থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
পেস আক্রমণে থাকবেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান। তিনজনই বর্তমানে ভালো ছন্দে আছেন। তানজিমের ব্যাটিং সামর্থ্যও বাড়তি বোনাস হতে পারে। যদিও স্কোয়াডে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম, তবে প্রথম একাদশে এগিয়ে থাকবেন তানজিম।
সম্ভাব্য একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ।