ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাবিকুন নাহার তামান্না। প্রচারণার শুরুর দিনেই তার ছবি বিকৃত করে পোস্টার ভাঙচুর করা হয়েছিল। সেই অপমানের জবাবই যেন দিয়েছেন তিনি নির্বাচনে রেকর্ড ভোট পেয়ে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঘোষিত ফলাফলে দেখা যায়, ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা তামান্না সদস্য পদে সর্বোচ্চ ১০ হাজার ৮৪টি ভোট পেয়েছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সভানেত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন।
প্রচারণার শুরুতে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছিলেন তামান্না। ২৬ আগস্ট তার দলের প্রচারণা বোর্ড ভাঙচুর করা হয় এবং পোস্টারে তার ছবি বিকৃত করে লাগানো হয়। পরে ফেসবুকে সেই ছবি শেয়ার করে তিনি লেখেন, “স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না।” তার এই দৃঢ় বক্তব্য অনেক শিক্ষার্থীর কাছে অনুপ্রেরণা হয়ে ওঠে।
ছবিটি বিকৃত হওয়ার ঘটনায় ঢাবির সাধারণ শিক্ষার্থীরাও প্রতিবাদ জানিয়েছিলেন। তারা এটিকে নারীর পোশাক স্বাধীনতা ও নারীর প্রতি বিদ্বেষী মানসিকতার প্রকাশ হিসেবে আখ্যা দেন। তাদের মতে, এমন অপমানজনক ঘটনার পরও সাহসিকতার সঙ্গে লড়াই করে বিজয়ী হওয়া তামান্না ক্যাম্পাসে ইতিবাচক বার্তা দিয়েছে।