ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর। বুধবার বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি নির্বাচনে অংশগ্রহণকারী এবং জয়ী সব শিক্ষার্থীকে শুভেচ্ছা জানান।
নুর বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর এই নির্বাচন শিক্ষার্থীদের জন্য এক নতুন অধ্যায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রশংসা করে জানান, প্রতিকূল পরিস্থিতি সামাল দিয়ে প্রশাসন অত্যন্ত দক্ষতা ও কৌশলের মাধ্যমে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করেছে।
তার আশা, নবনির্বাচিত ডাকসু ও হল সংসদের নেতারা ঐতিহাসিক জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে ক্যাম্পাসে নতুন ধারার ছাত্ররাজনীতির সূচনা করবেন। নুরের মতে, ছাত্ররাজনীতি হতে হবে জাতীয় রাজনীতির কালো প্রভাবমুক্ত, যেখানে লক্ষ্য থাকবে শুধু শিক্ষার্থী এবং জাতির কল্যাণ।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হবে পড়াশোনা, গবেষণা, সাহিত্য-সংস্কৃতি, গান-কবিতা, আড্ডা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রাণকেন্দ্র। সেখানেই শিক্ষার্থীরা গড়ে তুলবে ইতিবাচক রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশ।
শেষে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নবনির্বাচিত নেতৃবৃন্দকে ডাকসু ও হল সংসদ নির্বাচনকে নিয়মিত একাডেমিক কার্যক্রমের মতো বার্ষিক ক্যালেন্ডার ইভেন্টে পরিণত করার আহ্বান জানান। এতে প্রতিবছর নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি প্রত্যাশা করেন।