ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন প্রতিযোগী হিসেবে আসছে Stellantis-এর Leapmotor EV। ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার পর এবার ভারতেই শুরু হচ্ছে লিপমোটরের যাত্রা। কোম্পানির সিইও ও ম্যানেজিং ডিরেক্টর শৈলেশ হাজেলা জানিয়েছেন, ২০২৬ সালের এপ্রিল থেকে ২০২৭ সালের মার্চের মধ্যে ভারতের বাজারে প্রথম লিপমোটর মডেল লঞ্চ করা হবে।
কোন মডেল আসছে ভারতের বাজারে
স্টেলান্টিস প্রাথমিকভাবে দুটি সেগমেন্ট বিবেচনা করছে— একটি বি-সেগমেন্ট মডেল এবং একটি এন্ট্রি সি-সেগমেন্ট মডেল। এর মধ্যে Leapmotor B10 SUV ভারতে আসার সম্ভাবনা বেশি। এটি একটি ৪,৫১৫ মিমি লম্বা, ১,৮৮৫ মিমি চওড়া ও ১,৬৫৫ মিমি উঁচু গাড়ি, যার হুইলবেস ২,৭৩৫ মিমি। যুক্তরাজ্যে মডেলটি ২১৫ এইচপি/২৪০ এনএম মোটর এবং দুটি ব্যাটারি প্যাকের অপশনে পাওয়া যায়— ৫৬.২ কিলোওয়াট আওয়ার ও ৬৭.১ কিলোওয়াট আওয়ার। রেঞ্জ যথাক্রমে ৩৬১ কিমি ও ৪৩৪ কিমি।

এছাড়া ছোট আকারের Leapmotor T03 হ্যাচব্যাক নিয়েও আলোচনা চলছে। এটি ৩,৬২০ মিমি লম্বা, ১,৬৫২ মিমি চওড়া ও ১,৫৭৭ মিমি উঁচু একটি কমপ্যাক্ট ইভি। এতে ৯৪ এইচপি মোটর ও ৩৭.৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক রয়েছে, যার রেঞ্জ ২৬৫ কিমি পর্যন্ত।
আরো পড়ুন: Yamaha বাইকের দাম কমলো ১৭,৫০০: গ্রাহকদের জন্য সুখবর
ভারতের বাজারে লিপমোটরের অবস্থান
আন্তর্জাতিকভাবে লিপমোটরকে একটি কম খরচের ব্র্যান্ড হিসেবে দেখা হলেও ভারতে কোম্পানি এটিকে প্রিমিয়াম ইভি হিসেবে বাজারজাত করতে চায়। স্থানীয় উৎপাদনের কোনো পরিকল্পনা নেই, বরং সিকেডি কিট আমদানি করে অ্যাসেম্বলি করার চিন্তা করছে স্টেলান্টিস। ফলে দাম তুলনামূলক বেশি হতে পারে এবং মূলত প্রিমিয়াম গ্রাহককেই লক্ষ্য করবে এই ব্র্যান্ড।

বিক্রয় ও সার্ভিস পরিকল্পনা
লিপমোটরের জন্য আলাদা ডিলারশিপ খোলার কোনো পরিকল্পনা নেই। বরং জিপ ও সিট্রোয়েনের সঙ্গে একই মাল্টি-ব্র্যান্ড শোরুমে বিক্রি হবে এই ইভি। ইতিমধ্যেই স্টেলান্টিস তাদের অর্ধেক আউটলেট মাল্টি-ব্র্যান্ডে রূপান্তর করেছে। আগামী ছয় মাসে নেটওয়ার্ক ১১০ থেকে বাড়িয়ে ১৫০ শোরুমে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সব সার্ভিস সেন্টার ইভি সাপোর্ট দেওয়ার মতো করে প্রস্তুত করা হয়েছে।
ভারতের ইলেকট্রিক গাড়ির বাজার দ্রুত এগোচ্ছে। এ বাজারে Stellantis Leapmotor EV নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে SUV প্রেমী ভারতীয়দের জন্য B10 হতে পারে এক আকর্ষণীয় বিকল্প। তবে দাম তুলনামূলক বেশি হওয়ায় শুরুতে বিক্রি সীমিত থাকতে পারে।