Wednesday, January 28, 2026
HomeYamaha বাইকের দাম কমলো ১৭,৫০০: গ্রাহকদের জন্য সুখবর

Yamaha বাইকের দাম কমলো ১৭,৫০০: গ্রাহকদের জন্য সুখবর

ভারতের জনপ্রিয় টু-হুইলার ব্র্যান্ড Yamaha বাইকের দাম কমিয়েছে নতুন জিএসটি সংস্কারের কারণে। সরকার মোটরসাইকেল ও স্কুটারের ওপর জিএসটি ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করেছে। এর ফলে Yamaha তাদের জনপ্রিয় মডেলগুলোর দাম ৭ হাজার থেকে ১৭ হাজার টাকার বেশি পর্যন্ত কমিয়েছে। এ দাম হ্রাস কার্যকর হচ্ছে ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে।

Yamaha বাইকের দাম কমার প্রভাব

Yamaha বাইকের দাম কমলো ১৭৫০০ গ্রাহকদের জন্য সুখবর 2
জিএসটি ২.০ এর ফলে কমলো Yamaha বাইকের দাম (ছবি: সংগৃহীত)

নতুন জিএসটি কাঠামো চালুর পর Yamaha R15, MT15, FZ-S, FZ-X, Aerox 155, RayZR এবং Fascino মডেলগুলোর দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। সবচেয়ে বড় সুবিধা পেয়েছে Yamaha R15, যার দাম কমেছে প্রায় ১৭,৫৮১ টাকা। এখন বাইকটি পাওয়া যাবে ১,৯৪,৪৩৯ রুপিতে।

আরো পড়ুন: Honda ৯৫,৫০০ রুপি পর্যন্ত দাম কমালো – নতুন GST নিয়মে ক্রেতাদের জন্য সুখবর

MT15 মডেলের দাম কমেছে ১৪,৯৬৪ টাকা। FZ সিরিজের বাইকে দাম কমেছে ১২ হাজারের বেশি। স্কুটার ক্যাটাগরির Fascino ও RayZR-ও এখন আরও সাশ্রয়ী দামে পাওয়া যাবে।

ভারতের দুই-হুইলার বাজারের প্রায় ৯৮ শতাংশ গ্রাহক ৩৫০ সিসির নিচের বাইক বা স্কুটার ব্যবহার করেন। ফলে জিএসটি হ্রাস সরাসরি এই বিশাল সংখ্যক গ্রাহকের ক্রয়ক্ষমতায় ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষজ্ঞরা বলছেন, দাম কমার ফলে আসন্ন উৎসব মৌসুমে Yamaha-র বিক্রি আরও বাড়বে।

Yamaha বাইকের দাম কমলো ১৭,৫০০ গ্রাহকদের জন্য সুখবর
উৎসব মৌসুমে Yamaha-র জনপ্রিয় মডেলগুলোতে ক্রেতাদের ভিড় বাড়বে (ছবি: সংগৃহীত)

ইয়ামাহার বক্তব্য

ইয়ামাহা মোটর ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান ইতারু ওতানি জানান, ‘‘সরকার সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে। বাইকের দাম কমে যাওয়ায় গ্রাহকেরা সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি শিল্পখাতেও ইতিবাচক গতি তৈরি হবে।’’

  • আজকের রুপার দাম – ২৮ জানুয়ারি ২০২৬

    আজকের রুপার দাম – ২৮ জানুয়ারি ২০২৬

    আজকের রুপার দাম বাংলাদেশের বাজারে আজকে রুপার দাম রয়েছে তা আজকের এই পোস্ট থেকে আপনি জানতে পারবেন: আজ ২৮ জনুয়ারি ২০২৬, রোজ বুধবার সর্বশেষ ২২ ক্যারেট, ২১ ক্যারেট, ১৮ ক্যারেট, সনাতন পদ্ধতির রুপার দাম। প্রকার ১ আনা ১ ভরি ২২ ক্যারেট ৪৮৪ টাকা ৭,৭৫৬ টাকা ২১ ক্যারেট ৪৬২ টাকা ৭,৪০৬ টাকা ১৮ ক্যারেট ৩৯৭ টাকা…


নতুন কর কাঠামোর কারণে Yamaha বাইকের দাম কমায় ভারতের লাখো মোটরসাইকেলপ্রেমী এখন তাদের পছন্দের বাইক ও স্কুটার আরও সাশ্রয়ী দামে কিনতে পারবেন। এই সিদ্ধান্ত গ্রাহকদের জন্য যেমন সুখবর, তেমনি দেশের দুই-হুইলার বাজারেও নতুন গতি আনবে।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ