সরকারি ব্যাংকের কর্মচারীদের আর আর ইচ্ছেমতো বোনাস দেওয়া যাবে না। নতুন নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, নিট মুনাফার ভিত্তিতে সর্বোচ্চ তিনটি বোনাস পাওয়া যাবে। এমনকি আগে সরকারকে লভ্যাংশ দিতে হবে, তার পর বোনাস অনুমোদন হবে। সোনালী ব্যাংকসহ কিছু প্রতিষ্ঠানের অনিয়মের পর এই নির্দেশিকা আনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
মূল নিউজ: সরকারি ব্যাংকগুলোর কর্মচারীদের জন্য বোনাস দেওয়ার নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়। এখন থেকে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সর্বোচ্চ তিনটির বেশি উৎসাহ বোনাস দেওয়া যাবে না। আগে যেখানে পরিচালন মুনাফার ওপর ভিত্তি করে বোনাস নির্ধারণ করা হতো, এখন থেকে তা হবে নিট মুনাফার ওপর।
নতুন নির্দেশনায় আরও উল্লেখ আছে, মুনাফা অর্জনের পর প্রথমে সরকারকে লভ্যাংশ প্রদান করতে হবে। লভ্যাংশ দেওয়ার পরই কেবল বোনাসের যোগ্যতা অর্জিত হবে। অন্যথায় বোনাস পাওয়ার অধিকার থাকলেও ব্যাংক বা প্রতিষ্ঠানগুলো তা দাবি করতে পারবে না। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ইতোমধ্যে এই নির্দেশিকার খসড়া তৈরি করেছে।
অতীতে ব্যাংকগুলোতে উৎসাহ বোনাস প্রদানের ক্ষেত্রে শৃঙ্খলার ঘাটতি দেখা গিয়েছিল। অনেক ব্যাংক নিয়ম ভেঙে অতিরিক্ত বোনাস দিয়েছে। যেমন, ২০২৩ সালে সোনালী ব্যাংক সর্বোচ্চ তিনটির সীমা অতিক্রম করে পাঁচটি বোনাস দেয়। পরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে অতিরিক্ত বোনাস ফেরত আনার নির্দেশ দিলেও কর্মচারীরা সেই অর্থ ফেরত দেননি।
নতুন নির্দেশিকা অনুযায়ী, ছয়টি রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক—সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বিডিবিএল—পাঁচটি সূচকের ভিত্তিতে বোনাস দেবে। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে নিট মুনাফার হার, যার নম্বর থাকবে ৫০ এর বেশি। কর্মসম্পাদনের নম্বর বেশি হলে সর্বোচ্চ তিনটি বোনাস মিলবে, আর নম্বর কম হলে বোনাস কমে যাবে। একেকটি বোনাস হবে কর্মচারীর এক মাসের বেতনের সমান।
অন্যদিকে, কৃষি ব্যাংক, রাকাবসহ বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য আলাদা সূচক নির্ধারণ করা হয়েছে। এসব ব্যাংকের ক্ষেত্রে আমানত বৃদ্ধির হার বিবেচনায় আসবে না। তবে নিট মুনাফা, ঋণ ও অগ্রিম, খেলাপি ঋণ আদায় এবং অবলোপন থেকে পুনরুদ্ধারের ওপর বোনাস নির্ধারিত হবে।
আরো দেখুন: ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রবেশপত্র ডাউনলোড শুরু
বাংলাদেশ ইনভেস্টমেন্ট করপোরেশন (আইসিবি)-এর জন্য নতুনভাবে পুঁজিবাজারে লেনদেন বৃদ্ধির হার যুক্ত করা হয়েছে। আর হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) জন্য আলাদা সূচক হিসেবে যুক্ত করা হয়েছে ঋণ পরিশোধের প্রকৃত হার।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক জানান, “ব্যাংকগুলোতে এত দিন বোনাস দেওয়ার ক্ষেত্রে নানা অনিয়ম ছিল। এখন সব প্রতিষ্ঠানের জন্য একটি অভিন্ন নির্দেশিকা তৈরি হচ্ছে। তবে এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।”