Wednesday, September 17, 2025
HomeMaruti Victoris এলএক্সআই ভ্যারিয়েন্ট: বেস মডেলেই ফিচারের ছড়াছড়ি

Maruti Victoris এলএক্সআই ভ্যারিয়েন্ট: বেস মডেলেই ফিচারের ছড়াছড়ি

মারুতি তাদের নতুন কমপ্যাক্ট এসইউভি ভিক্টরিস উন্মোচন করেছে, যা ব্রেজা ও গ্র্যান্ড ভিটারা’র মাঝামাঝি অবস্থানে থাকবে। গাড়ির বেস ভ্যারিয়েন্ট এলএক্সআই হলেও এতে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি ও সুরক্ষা ফিচার, যা সাধারণত এন্ট্রি-লেভেল মডেলে খুব একটা দেখা যায় না।

বাহ্যিক নকশা ও ফিচার

Maruti victoris এলএক্সআই ভ্যারিয়েন্ট বেস মডেলেই ফিচারের ছড়াছড়ি 2
Maruti Victoris . ছবি: কারদেখো

ভিক্টরিস এলএক্সআই ভ্যারিয়েন্টে হ্যালোজেন হেডলাইট ও পজিশন ল্যাম্প থাকলেও আকর্ষণ বাড়াতে যুক্ত হয়েছে এলইডি টেললাইট, ১৭ ইঞ্চি স্টিল হুইল, ওআরভিএম-এ টার্ন ইন্ডিকেটর, রিয়ার স্পয়লার ও সিলভার স্কিড প্লেট। ডোর হ্যান্ডেল ও ওআরভিএম কালো রঙে রাখা হলেও সামগ্রিক স্টাইলিংকে ভারসাম্যপূর্ণ করার চেষ্টা করেছে মারুতি।

অভ্যন্তরীণ সাজসজ্জা

Maruti victoris এলএক্সআই ভ্যারিয়েন্ট বেস মডেলেই ফিচারের ছড়াছড়ি 5
Maruti Victoris . ছবি: কারদেখো

গাড়ির কেবিনে ব্ল্যাক ও অফ-হোয়াইট ডুয়াল-টোন ইন্টেরিয়র ব্যবহৃত হয়েছে, সঙ্গে সিলভার অ্যাকসেন্ট ও পিয়ানো ব্ল্যাক ফিনিশ। সিটে ব্ল্যাক ফ্যাব্রিক আপহোলস্টারি, সব সিটেই অ্যাডজাস্টেবল হেডরেস্ট এবং ফ্রন্ট ও রিয়ার আর্মরেস্ট যুক্ত করা হয়েছে। কাপহোল্ডার ও স্টোরেজ স্পেসও রয়েছে, যা দৈনন্দিন ব্যবহার আরও সুবিধাজনক করবে।

সুবিধা

Maruti victoris এলএক্সআই ভ্যারিয়েন্ট বেস মডেলেই ফিচারের ছড়াছড়ি 4
Maruti Victoris . ছবি: কারদেখো

এন্ট্রি-লেভেল মডেল হলেও ভিক্টরিস এলএক্সআই-তে রয়েছে সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, রঙিন এমআইডি, পুশ-বাটন স্টার্ট/স্টপ, অটো ক্লাইমেট কন্ট্রোল, রিয়ার এসি ভেন্ট, কেবিন এয়ার ফিল্টার ও কী-লেস এন্ট্রি। এছাড়াও, টিল্ট ও টেলিস্কোপিক স্টিয়ারিং, ৬০:৪০ স্প্লিট-ফোল্ডিং রিয়ার সিট, ডে-নাইট আইআরভিএম ও ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে।

আরো পড়ুন: মোস্তাফিজের জন্মদিনে শুভেচ্ছা জানালো আইপিএলের ৩টি দল

ইনফোটেইনমেন্ট সিস্টেম

এই ভ্যারিয়েন্টে ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট ইউনিট রয়েছে, যেখানে ওয়্যারলেস অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো, ওটিএ আপডেট, ভয়েস অ্যাসিস্ট্যান্ট ও স্টিয়ারিং-মাউন্টেড অডিও কন্ট্রোল সুবিধা পাওয়া যাবে। সঙ্গে রয়েছে ডুয়াল-স্পিকার সেটআপ।

সুরক্ষা ফিচার

মারুতি ভিক্টরিস এলএক্সআই ভ্যারিয়েন্টকে বিশেষ গুরুত্ব দিয়ে সাজিয়েছে ছয়টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম (ইএসপি), ট্র্যাকশন কন্ট্রোল, হিল-হোল্ড অ্যাসিস্ট, এবিএস-ইবিডি, রিয়ার পার্কিং সেন্সর, আইএসওফিক্স চাইল্ড সিট মাউন্ট, টায়ার রিপেয়ার কিট ও রিয়ার ডিফগার দিয়ে।

Maruti victoris এলএক্সআই ভ্যারিয়েন্ট বেস মডেলেই ফিচারের ছড়াছড়ি 3
Maruti Victoris . ছবি: কারদেখো

ইঞ্জিন ও পারফরম্যান্স

এই ভ্যারিয়েন্টে দুটি পাওয়ারট্রেন অপশন থাকবে—

  • ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন (১০৩ পিএস, ১৩৭ এনএম) সঙ্গে ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স ও ফ্রন্ট-হুইল ড্রাইভ।
  • একই ইঞ্জিনের সিএনজি ভ্যারিয়েন্ট (৮৮ পিএস, ১২১.৫ এনএম), এটিও ৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন ও এফডব্লিউডি।

সম্ভাব্য মূল্য ও প্রতিদ্বন্দ্বী

আসন্ন দীপাবলিতে ২০২৫ সালে মারুতি ভিক্টরিস বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিকভাবে এর দাম শুরু হতে পারে প্রায় ৯.৭৫ লাখ রুপি (এক্স-শোরুম) থেকে। প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে মারুতি গ্র্যান্ড ভিটারা, হুন্ডাই ক্রেটা, হোন্ডা এলিভেট, ফক্সওয়াগন টাইগুন, টাটা কার্ভ, এমজি অ্যাস্টর ও সিট্রোয়েন এয়ারক্রস।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ