Tuesday, October 7, 2025
Home৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রবেশপত্র ডাউনলোড শুরু

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রবেশপত্র ডাউনলোড শুরু

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯ সেপ্টেম্বর। ইতোমধ্যেই প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ চালু করেছে সরকারি কর্ম কমিশন। প্রার্থীরা bpsc.gov.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। এ পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় পৌনে চার লাখ প্রার্থী, যেখানে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ৩ হাজার ৪৮৭ জনকে। একাধিকবার পিছিয়ে অবশেষে সেপ্টেম্বরেই হচ্ছে বহুল প্রতীক্ষিত এই পরীক্ষা, যা নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে।

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। প্রার্থীরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) এর প্রবেশপত্র বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। প্রয়োজনে পরবর্তীতে কোনো তথ্য সংশোধনের প্রয়োজন হলে সেই অধিকার কমিশন সংরক্ষণ করবে বলেও জানানো হয়েছে।

প্রথমে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা গত ২৭ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে ৮ আগস্ট নির্ধারণ করা হয়। শেষ পর্যন্ত নতুন তারিখ অনুযায়ী ১৯ সেপ্টেম্বর চূড়ান্তভাবে পরীক্ষার দিন ঠিক করা হয়েছে।

২০২৪ সালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন প্রায় পৌনে চার লাখ চাকরিপ্রার্থী। ফলে প্রতিযোগিতা হবে বেশ তীব্র।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ