ওয়ানপ্লাস খুব শিগগিরই তাদের নতুন ফ্ল্যাগশিপ OnePlus 15 উন্মোচন করতে যাচ্ছে। সাম্প্রতিক কিছু লিক ও কোম্পানির সিইওর ঘোষণায় জানা গেছে, এই স্মার্টফোনে থাকছে একেবারে নতুন ক্যামেরা প্রযুক্তি। গত বছরের OnePlus 13 মডেলটিতে Snapdragon 8 Elite চিপসেট ব্যবহার করা হয়েছিল, আর এবার OnePlus 15 এ আসতে পারে আরও উন্নত পারফরম্যান্স ও ডিজাইন।
সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ক্যামেরা সেকশনে। দীর্ঘ পাঁচ বছরের Hasselblad পার্টনারশিপের সমাপ্তি ঘটিয়ে OnePlus এখন তৈরি করছে নিজস্ব ক্যামেরা ইঞ্জিন – DetailMax। কোম্পানির দাবি, এই ইমেজ ইঞ্জিন ছবি তোলার সময় দেবে আরও বাস্তবসম্মত কালার, উন্নত ডিটেইল এবং ন্যাচারাল টোন। যদিও এখনো এটি প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে, তবুও সিইও Pete Lau জানিয়েছেন যে প্রাথমিক টেস্টে এর ফলাফল বেশ আশাব্যঞ্জক।
এবারের ডিসপ্লেতে থাকছে নতুন চমক। লিক হওয়া তথ্যে বলা হয়েছে, OnePlus 15 এ ব্যবহার করা হতে পারে BOE-এর তৃতীয় প্রজন্মের “oriental” ডিসপ্লে, যা নাকি সামগ্রিক স্ক্রিন র্যাংকিংয়ে শীর্ষ স্থানে থাকবে। আকারে এটি প্রায় 6.78-ইঞ্চি LTPO ফ্ল্যাট প্যানেল, যার রেজোলিউশন 1.5K এবং রিফ্রেশ রেট সর্বোচ্চ 165Hz পর্যন্ত হতে পারে। আগের ফ্ল্যাগশিপ OnePlus 13-এর স্ক্রিনের তুলনায় এটি আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করছে।
ব্যাটারি ও চার্জিংয়ের দিক থেকেও রয়েছে বড় আপগ্রেড। ফোনটিতে 7,000mAh-এর বেশি ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হতে পারে। পাশাপাশি থাকছে 120W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট, যা দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ দেওয়ার পাশাপাশি কয়েক মিনিটেই ফোন চার্জ করে তুলবে। ক্যামেরার দিক দিয়ে গুজব রয়েছে 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে নতুন DetailMax ইঞ্জিন যোগ হবে অতিরিক্ত শক্তি হিসেবে।
সব মিলিয়ে বলা যায়, OnePlus 15 আগের মডেলগুলোর তুলনায় অনেক বেশি ভিন্নধর্মী হতে যাচ্ছে। বিশেষ করে ক্যামেরা ইঞ্জিনের ক্ষেত্রে এটি OnePlus-এর নতুন যাত্রা শুরু করবে। যদিও এখনও সম্পূর্ণ স্পেসিফিকেশন ও অফিসিয়াল দাম জানা যায়নি, তবে টেকপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা।