মোবাইল ফোনের পর এবার ল্যাপটপ সেগমেন্টেও শক্ত অবস্থান তৈরি করছে Motorola। চলতি বছরের এপ্রিল মাসে কোম্পানি প্রথমবারের মতো Moto Book 60 লঞ্চ করে, আর এবার তারা নিয়ে এলো আরও শক্তিশালী Moto Book 60 Pro। নতুন এই ল্যাপটপটি ইতিমধ্যেই ভারতে অফিসিয়ালি লঞ্চ হয়েছে এবং পারফরম্যান্স ও ডিজাইনের দিক থেকে এটি অনেকটা প্রিমিয়াম লেভেলের।
ডিজাইন ও ডিসপ্লে
Moto Book 60 Pro–তে থাকছে MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন, মেটালিক বডি এবং মাত্র 1.39 কেজি ওজন। এর পাতলা 1.69 সেমি চ্যাসিস এটিকে একেবারে ট্রাভেল-ফ্রেন্ডলি করে তুলেছে। ডিসপ্লে সেকশনে আছে 14-ইঞ্চি OLED প্যানেল, যার রেজোলিউশন 2.8K, 100% DCI-P3 কালার গ্যামাট, সর্বোচ্চ 1100 nits ব্রাইটনেস ও 120Hz রিফ্রেশ রেট। অর্থাৎ কাজের পাশাপাশি বিনোদনের জন্যও এটি হবে সেরা সঙ্গী।
পারফরম্যান্স
পূর্বের Moto Book 60–এ ব্যবহৃত হয়েছিল Intel Core 5 এবং Core 7 প্রসেসর (10nm ভিত্তিক)। কিন্তু Moto Book 60 Pro নিয়ে এলো একেবারে নতুন Intel Core Ultra 5 ও Ultra 7 (3nm প্রসেস ভিত্তিক)। এগুলো শুধু দ্রুতই নয়, বরং অনেক বেশি পাওয়ার এফিশিয়েন্ট। ল্যাপটপটিতে থাকছে সর্বোচ্চ 32GB DDR5 RAM এবং 1TB SSD PCIe 4.0 স্টোরেজ, যা সহজেই মাল্টিটাস্কিং ও হাই-এন্ড টাস্ক হ্যান্ডেল করতে সক্ষম।
ব্যাটারি ও অন্যান্য ফিচার
ডিভাইসটিতে যুক্ত হয়েছে 60Wh ব্যাটারি এবং 65W USB-C ফাস্ট চার্জিং। এছাড়াও আছে:
- Dolby Atmos স্পিকার
- WiFi 7 ও Bluetooth 5.4
- Windows 11 Home
- Full HD IR Webcam – ভিডিও কলে আরও স্পষ্ট অভিজ্ঞতা দেবে
দাম:
ভারতে Moto Book 60 Pro–এর দাম শুরু হচ্ছে:
- Intel Core Ultra 5 ভ্যারিয়েন্ট: ₹64,990
- Intel Core Ultra 7 ভ্যারিয়েন্ট: ₹80,990
ল্যাপটপটি পাওয়া যাবে Pantone Bronze Green এবং Pantone Wedgewood কালার অপশনে।