Friday, October 3, 2025
Homeভারতে হুন্ডাইয়ের নতুন নাইট এডিশন: ক্রেটা ইলেকট্রিক, আই২০ ও আলকাজার; দাম শুরু...

ভারতে হুন্ডাইয়ের নতুন নাইট এডিশন: ক্রেটা ইলেকট্রিক, আই২০ ও আলকাজার; দাম শুরু ৯.১৪ লাখ রুপি থেকে

দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্ডাই ভারতে তাদের জনপ্রিয় নাইট এডিশন সিরিজে নতুন করে যুক্ত করল তিনটি মডেল—ক্রেটা ইলেকট্রিক নাইট, আই২০ নাইট ও আলকাজার নাইট।

এর আগে ভেন্যু, এক্সটার ও ক্রেটার নাইট এডিশন বাজারে এনে সফলতা পেয়েছিল হুন্ডাই। নতুন সংযোজনের ফলে এখন এই বিশেষ সংস্করণে মোট ছয়টি মডেল পাওয়া যাবে।

জনপ্রিয় ব্ল্যাক-থিম ডিজাইন

প্রতিটি নাইট এডিশনেই থাকছে ব্ল্যাক-থিমযুক্ত এক্সটেরিয়র ও ইন্টেরিয়র ডিজাইন। এর মধ্যে রয়েছে ব্ল্যাক অ্যালয় হুইল, লাল ব্রেক ক্যালিপার, ব্ল্যাক স্কিড প্লেট, সাইড সিল গার্নিশ, রুফ রেল, ব্ল্যাক সাইড মিরর, রিয়ার স্পয়লার, ম্যাট ব্ল্যাক হুন্ডাই লোগো এবং আলাদা নাইট ব্যাজিং। ভেতরের অংশে অল-ব্ল্যাক কেবিন, ব্রাস কালারের অ্যাকসেন্ট এবং স্পোর্টি মেটাল পেডাল ব্যবহার করা হয়েছে।

আই২০ নাইট

ভারতে হুন্ডাইয়ের নতুন নাইট এডিশন ক্রেটা ইলেকট্রিক আই২০ ও আলকাজার 2
আই২০। ছবি: কার এন্ড বাইক

আই২০ নাইট এডিশনে থাকছে ১.২ লিটার ক্যাপা পেট্রোল ইঞ্জিন। দুটি ট্রিমে পাওয়া যাবে গাড়িটি—স্পোর্টজ (O) ৫-স্পিড ম্যানুয়াল এবং আস্টা (O) আইভিটি অটোমেটিক। নতুন সংযোজন হিসেবে পুরো আই২০ রেঞ্জে যুক্ত হয়েছে রিয়ার স্পয়লার, ড্যাশক্যাম ও ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লে।

ক্রেটা ইলেকট্রিক নাইট

ভারতে হুন্ডাইয়ের নতুন নাইট এডিশন ক্রেটা ইলেকট্রিক আই২০ ও আলকাজার 4
ক্রেটা। ছবি: কার এন্ড বাইক

ক্রেটা ইলেকট্রিক নাইট আসছে এক্সেলেন্স ভ্যারিয়েন্টে দুই ধরনের ব্যাটারি অপশনসহ—৫১.৪ কিলোওয়াট ঘণ্টা (রেঞ্জ ৫১০ কিমি) ও ৪২ কিলোওয়াট ঘণ্টা (রেঞ্জ ৪২০ কিমি)। পাশাপাশি নতুন ম্যাট ব্ল্যাক এক্সটেরিয়র কালারও যোগ করা হয়েছে।

আরো পড়ুন:

Hyundai Creta EV বনাম Maruti Suzuki eVitara: কোন ইলেকট্রিক SUV ২০২৫-এ আপনার জন্য সেরা?

আলকাজার নাইট

ভারতে হুন্ডাইয়ের নতুন নাইট এডিশন ক্রেটা ইলেকট্রিক আই২০ ও আলকাজার 3
আলকাজার। ছবি: কার এন্ড বাইক

আলকাজার নাইট এডিশনে থাকছে ১.৫ লিটার টার্বো GDi পেট্রোল ইঞ্জিন (৭-স্পিড DCT) ও ১.৫ লিটার U2 CRDi ডিজেল ইঞ্জিন (৬-স্পিড অটোমেটিক)। উভয় ভ্যারিয়েন্টই সিগনেচার ৭-সিটার নাইট সংস্করণে পাওয়া যাবে। নতুন করে এতে ড্যাশক্যাম যুক্ত করা হয়েছে।

দাম ও ভ্যারিয়েন্টস (এক্স-শোরুম, ভারত)

  • আই২০ নাইট স্পোর্টজ (O) MT – ₹৯.১৪ লাখ
  • আই২০ নাইট আস্টা (O) IVT নাইট – ₹১১.৩৪ লাখ
  • আই২০ এন লাইন – ₹১১.৪২ লাখ থেকে ₹১২.৫২ লাখ
  • ক্রেটা ইলেকট্রিক নাইট (৪২ কিলোওয়াট ঘণ্টা) – ₹২১.৪৪ লাখ
  • ক্রেটা ইলেকট্রিক নাইট (৫১.৪ কিলোওয়াট ঘণ্টা) – ₹২৩.৮১ লাখ
  • আলকাজার নাইট (পেট্রোল/ডিজেল) – ₹২১.৬৫ লাখ

হোম চার্জার কিটসহ ক্রেটা ইলেকট্রিক নাইটের দাম বেড়ে দাঁড়াবে সর্বোচ্চ ₹২৪.৫৪ লাখ পর্যন্ত।

হুন্ডাইয়ের মন্তব্য

হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেডের চিফ অপারেটিং অফিসার তরুণ গর্গ বলেন,

“উৎসবের মৌসুম আনন্দ ও নতুন সূচনার প্রতীক। এ সময়ে ক্রেটা ইলেকট্রিক নাইট, আই২০ নাইট ও আলকাজার নাইট এডিশন যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। নাইট এডিশনের ব্ল্যাক থিম তরুণ ভারতীয় ক্রেতাদের সাহসী মানসিকতাকে প্রকাশ করে এবং রাস্তায় এক ভিন্ন উপস্থিতি তৈরি করে।”

তিনি আরও বলেন,

“নতুন নাইট লাইনআপ আমাদের গ্রাহকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করবে এবং তাদের যাত্রা ও জীবনধারা দুটোই সমৃদ্ধ করবে।”

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ