Pornhub মালিকানাধীন প্রতিষ্ঠান আয়লো যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) ও ইউটা অঙ্গরাজ্যের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ৫ মিলিয়ন ডলার জরিমানা দিতে সম্মত হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা শিশু নির্যাতনমূলক কনটেন্ট (CSAM) ও সম্মতিহীন ভিডিও (NCM) থেকে দীর্ঘদিন লাভবান হয়েছে এবং যথাযথভাবে সেগুলো নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।
কনটেন্ট নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ
পূর্বে মাইন্ডগিক নামে পরিচিত এই কোম্পানি ২০২০ সালের শেষ দিকে কিছু পরিবর্তন আনে, যখন দ্য নিউইয়র্ক টাইমস এক অনুসন্ধানী প্রতিবেদনে জানায়—পর্নহাব শিশু নির্যাতনমূলক ও সম্মতিহীন ভিডিও আপলোড ঠেকাতে ব্যর্থ হয়েছে। পরবর্তীতে ক্রেডিট কার্ড অপারেটরদের চাপের মুখে প্রতিষ্ঠানটি আপলোড করা ভিডিওতে অংশগ্রহণকারীদের বয়স ও সম্মতির প্রমাণ যাচাই করা শুরু করে।
তবে এফটিসি ও ইউটার অভিযোগ, এসব পদক্ষেপ নেওয়ার পরও আয়লো অবৈধ কনটেন্ট হোস্ট করেছে এবং ব্যবহারকারীর তথ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করতে ব্যর্থ হয়েছে।
এফটিসি জানায়, পরিচয় যাচাইয়ের জন্য তৃতীয় পক্ষের মাধ্যমে সংগৃহীত পারফর্মারদের তথ্য আয়লো অনির্দিষ্টকাল ধরে সংরক্ষণ করেছে। এসব তথ্যের মধ্যে থাকতে পারে সামাজিক নিরাপত্তা নম্বর, ঠিকানা, জন্মতারিখসহ সংবেদনশীল ডেটা, যা নিরাপদে সংরক্ষণ করা হয়নি।
প্রতিষ্ঠানটি তাদের মডেলদের বলেছিল যে তাদের ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকবে। কিন্তু বাস্তবে কোনো ফায়ারওয়াল ছাড়াই তথ্য সংরক্ষণ, এনক্রিপশন না করা ও সীমিত অ্যাক্সেসের ব্যবস্থা না করার মতো অবহেলা ছিল বলে অভিযোগ করেছে এফটিসি।
অভিযোগে আরও বলা হয়, আয়লো প্রতিশ্রুতি দিলেও শিশু নির্যাতনমূলক কনটেন্ট আপলোডকারীদের কার্যকরভাবে নিষিদ্ধ করতে পারেনি। কেবল পুরনো ইউজারনেম বা ইমেইল দিয়ে নতুন অ্যাকাউন্ট খোলা রোধেই সীমাবদ্ধ ছিল পদক্ষেপ।
আরো পড়ুন: টিকটকে আসছে বড় পরিবর্তন, ভিডিও নির্মাতাদের মানতে হবে নতুন নিয়ম
এছাড়া, ‘ফিঙ্গারপ্রিন্টিং’ প্রযুক্তি ব্যবহার করে এসব কনটেন্ট পুনরায় আপলোড ঠেকানোর অঙ্গীকার করলেও তা কার্যকর ছিল না। ফলে ২০১৭ থেকে ২০২১ সালের আগস্ট পর্যন্ত বহু নিষিদ্ধ ভিডিও পুনরায় আপলোড হয়েছে।
আয়লো সমঝোতার অংশ হিসেবে জানিয়েছে, তারা আগেই কনটেন্ট যাচাই ও সম্মতি নিশ্চিতের ব্যবস্থা নিয়েছে। তবে নতুন কোনো বড় শর্ত যোগ হয়নি।
এফটিসির নির্দেশনা অনুযায়ী, এখন থেকে প্রতিষ্ঠানটিকে প্রতিটি আপলোড করা ছবি বা ভিডিওর অংশগ্রহণকারীর পরিচয় ও সম্মতি যাচাই করতে হবে। পাশাপাশি, অবৈধ কনটেন্ট ব্লক করা এবং পূর্বে প্রকাশিত অনিয়মিত ভিডিও অপসারণে কঠোর নীতি ও প্রযুক্তি ব্যবহার করতে হবে।
আগামী ১০ বছর ধরে স্বাধীন তৃতীয় পক্ষের অডিটের মুখোমুখি হবে আয়লো, যাতে তারা চুক্তির শর্তগুলো মেনে চলছে কিনা তা যাচাই করা যায়।