ওয়ানপ্লাস তাদের নতুন প্রজন্মের দুটি হাই-এন্ড ফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, OnePlus 15 এবং Ace 6 নামের এই দুটি মডেল অক্টোবরেই চীনের বাজারে আত্মপ্রকাশ করবে। যদিও এখনো তাদের পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন বা অফিসিয়াল দাম জানা যায়নি, তবুও ফাঁস হওয়া কিছু তথ্য প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
প্রতিবেদন অনুযায়ী, OnePlus 15 কে “Performance Ultra” ক্যাটাগরির ফোন হিসেবে বাজারে আনা হবে। অর্থাৎ এর মূল ফোকাস থাকবে প্রসেসিং পাওয়ার, হিট কন্ট্রোল এবং টাচ রেসপন্সের মতো পারফরম্যান্সভিত্তিক ফিচারে। এর আগে যেমন OnePlus 12 সিরিজে Snapdragon 8 Gen চিপসেট এবং দারুণ পারফরম্যান্স দেখা গিয়েছিল, এবারও তারই এক ধাপ এগিয়ে OnePlus 15 আসছে সর্বশেষ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ও 16GB RAM সহ। গিকবেঞ্চ টেস্টে ইতিমধ্যেই ফোনটি নজর কেড়েছে। এছাড়া এর গ্লোবাল ভার্সনে থাকবে 120W ফাস্ট চার্জিং সুবিধা।
অন্যদিকে, OnePlus Ace 6 কে বলা হচ্ছে মিড-রেঞ্জ ক্যাটাগরির একটি পূর্ণাঙ্গ ফোন। যদিও এটিকে মিড-রেঞ্জ বলা হচ্ছে, তবে অভিজ্ঞতায় এটি অনেকটা Pro লেভেলের ফোনের সমান হতে পারে। সবচেয়ে বড় চমক হলো এর ব্যাটারি – যা ৭০০০mAh-এরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এত বড় ব্যাটারি পাওয়ারফুল ফোনে সচরাচর দেখা যায় না, যা দীর্ঘক্ষণ গেমিং বা হেভি ইউজারদের জন্য বড় সুবিধা হবে। এর আগে যেমন OnePlus Ace 3-তে ব্যাটারির দিক থেকে ভালো সাড়া মিলেছিল, এবার সেটিকে ছাড়িয়ে আরও বড় পাওয়ার ব্যাটারি নিয়ে আসছে Ace 6।
দেখতে পারেন: Oppo Find X9: Find X8 থেকে বড় আপগ্রেড, থাকছে দানবীয় ব্যাটারি ও ৫০MP ক্যামেরা
যদিও অক্টোবর লঞ্চ কেবল চীনেই সীমাবদ্ধ থাকবে, তবে আগের অভিজ্ঞতা অনুযায়ী OnePlus 15 এর গ্লোবাল ভার্সন ২০২৬ সালের জানুয়ারির দিকে বাজারে আসতে পারে। অন্যদিকে, Ace 6 গ্লোবাল মার্কেটে OnePlus 15R নামে আসতে পারে।