অপো তাদের নতুন প্রজন্মের Find X9 সিরিজ আগামী অক্টোবরে উন্মোচন করতে যাচ্ছে। ইতিমধ্যেই এই ফোনটি নিয়ে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে। সর্বশেষ কোম্পানির প্রোডাক্ট ম্যানেজার ঝো ইউবাও নিশ্চিত করেছেন যে, Find X9-এ থাকবে বিশাল ব্যাটারির সারপ্রাইজ।
Find X8 সিরিজের তুলনায় এইবার ব্যাটারির ক্ষমতা বাড়ানো হচ্ছে অনেক বেশি। যেখানে Find X8-এ ছিল ৫,৬৩০mAh ব্যাটারি এবং Find X8S+ মডেলে ৬,০০০mAh ব্যাটারি, সেখানে আসন্ন Find X9-এ যোগ হচ্ছে প্রায় ৭,০২৫mAh এর বিশাল ব্যাটারি। তবে এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনের থিকনেস মাত্র ৭.৯৯ মিমি এবং ওজন ২১০ গ্রাম এর নিচে রাখা হয়েছে।
ডিজাইনের দিক থেকেও এটি পূর্বের মডেলগুলোর সঙ্গে মিল রাখলেও ভেতরে বড় পরিবর্তন আনা হয়েছে। যেমন Find X8-এর ওজন ছিল ১৯৩ গ্রাম এবং X8S+ মডেলটির ১৯৮ গ্রাম। কিন্তু নতুন Find X9-এ ব্যাটারির ওজন বাড়লেও অন্যান্য মডিউল হালকা করা হয়েছে যেন ব্যবহারকারীরা ভারি মনে না করেন।
Find X9 স্পেসিফিকেশন (লিক হওয়া তথ্য অনুযায়ী)
এই ফোনে থাকবে ৬.৫৯ ইঞ্চির ফ্ল্যাট OLED ডিসপ্লে, যার রেজোলিউশন ১.৫কে এবং রিফ্রেশ রেট ১২০হার্টজ। সিকিউরিটির জন্য থাকছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পারফরম্যান্সের দিক থেকে ফোনটিতে ব্যবহার করা হচ্ছে MediaTek Dimensity 9500 চিপসেট, সঙ্গে পাওয়া যাবে সর্বোচ্চ ১৬ জিবি LPDDR5x র্যাম এবং ১ টেরাবাইট UFS 4.0 স্টোরেজ। সফটওয়্যারের দিক থেকে ফোনটি চলবে Android 16 ভিত্তিক ColorOS 16-এ।
চার্জিং এর ক্ষেত্রে থাকবে ৮০ ওয়াট ওয়্যার্ড ও ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট। ক্যামেরা সেকশনে থাকছে তিনটি ৫০ মেগাপিক্সেল লেন্স—Sony LYT-808 মেইন সেন্সর (OIS সহ), Samsung JN5 আলট্রা-ওয়াইড লেন্স এবং Samsung JN9 ৩এক্স পেরিস্কোপ ক্যামেরা। সামনে সেলফির জন্য থাকবে আরেকটি ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
আরো দেখুন: Oppo A5i Pro 5G উন্মোচিত শক্তিশালী ব্যাটারি, টেকসই বডি ও 5G পারফরম্যান্স
সব মিলিয়ে, Find X9 হচ্ছে Find X8-এর আরও উন্নত ও শক্তিশালী সংস্করণ, বিশেষ করে ব্যাটারি ও ক্যামেরার ক্ষেত্রে বড়সড় আপগ্রেড নিয়ে আসছে এই নতুন ফ্ল্যাগশিপ।