Saturday, October 18, 2025
HomeVivo X300 Pro আসছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ গিম্বল-গ্রেড প্রাইমারি সেন্সর নিয়ে

Vivo X300 Pro আসছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ গিম্বল-গ্রেড প্রাইমারি সেন্সর নিয়ে

ভিভো তাদের নতুন X300 এবং X300 Pro সিরিজ নিয়ে আনুষ্ঠানিকভাবে ক্যামেরা তথ্য প্রকাশ করেছে। সম্প্রতি ভিভোর প্রোডাক্ট ম্যানেজার হান বক্সিয়াও জানালেন, এই সিরিজে থাকবে আরও উন্নত প্রাইমারি ও পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। তবে ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন বা দাম এখনো প্রকাশ হয়নি।

X300 মডেলে ব্যবহার করা হয়েছে ২০০ মেগাপিক্সেল স্যামসাং HPB সেন্সর, সঙ্গে থাকছে আপগ্রেডেড টেলিফটো লেন্স। এখানে যোগ করা হয়েছে ৫০ মেগাপিক্সেল Zeiss APO পেরিস্কোপ টেলিফটো, যার মধ্যে থাকবে Sony LYT-602 সেন্সর। Zeiss T* কোটিং প্রযুক্তি ছবির বিকৃতি কমিয়ে দেবে এবং ক্লিয়ারিটি বাড়াবে। একই সঙ্গে টেলিফটো ম্যাক্রো মোড থাকায় দূরের ছবি ও পোর্ট্রেট শটে আরও সুবিধা দেবে।

অন্যদিকে X300 Pro মডেলে আসছে গিম্বল-গ্রেড প্রাইমারি ক্যামেরা সেন্সর। এটি একটি ৫০ মেগাপিক্সেল Sony LYT-828 সেন্সর, যেখানে থাকছে বড় 1/1.28-ইঞ্চি সাইজ ও f/1.57 অ্যাপারচার। উন্নত স্ট্যাবিলাইজেশন (CIPA 5.5) থাকার কারণে ভিডিও শুটিং আরও স্মুথ হবে। হাইব্রিড ফ্রেম-HDR এর মাধ্যমে পাওয়া যাবে ১০০ডিবি ডাইনামিক রেঞ্জ, ফলে আলো কম থাকলেও উজ্জ্বল ও ডিটেইলড ছবি তোলা সম্ভব হবে।

সিরিজটির আল্ট্রা-ওয়াইড ক্যামেরা সম্পর্কে এখনও অফিসিয়াল ঘোষণা আসেনি। তবে ধারণা করা হচ্ছে, ৫০ মেগাপিক্সেল Samsung JN1 বা JN5 সেন্সর ব্যবহার হতে পারে।

আরো দেখুন: ভিভো এক্স ৩০০ প্রো আসছে স্যাটেলাইট কানেকশনসহ, থাকবে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা

সামনের ক্যামেরাতেও এসেছে বড় আপডেট। প্রতিটি মডেলেই দেওয়া হচ্ছে ৫০ মেগাপিক্সেল Zeiss ওয়াইড-অ্যাঙ্গেল ফ্রন্ট ক্যামেরা অটোফোকাসসহ। এতে রয়েছে ৯২-ডিগ্রি ফিল্ড অফ ভিউ, যা সেলফি, ভিডিও কল কিংবা ভ্লগিংয়ের জন্য আদর্শ হবে।

ভিভোর এই ক্যামেরা আপগ্রেড দেখে মনে হচ্ছে, তারা X90 Pro সিরিজ-এর মতোই এবারও ক্যামেরাকে সবচেয়ে বড় শক্তি হিসেবে সামনে আনছে। তবে নতুন সেন্সর, বড় মেগাপিক্সেল এবং উন্নত স্ট্যাবিলাইজেশনের কারণে X300 সিরিজ ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির জন্য আরও প্রিমিয়াম অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ