Friday, January 30, 2026
Homeস্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে চাঁদপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে চাঁদপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার বিচার এবং জাতীয় পার্টি সহ ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ।

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে এই কর্মসূচি হয়। শহরের বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ি বায়তুল আমান রেলওয়ে জামে মসজিদের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা আহ্বায়ক কাজী রাসেল, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক জাকির হোসেন, যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান, ওমর সালমান, ফরিদগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের নেতা আরিফ হোসেন, ছাত্র অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি জে. এম. মানিক এবং সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন যুব অধিকার পরিষদের সভাপতি মাহবুব অলি উল্যাহ প্রমুখ।

আরো পড়ুন:

নুরের ওপর হামলায় জামায়াতের জড়িত থাকার অভিযোগ ছাত্রদলের

জেলা সদস্য সচিব মাহমুদুল হাসানের পরিচালনায় বক্তারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত না করলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদের অন্যতম সহযোগী জাতীয় পার্টি সহ ১৪ দলীয় জোটের রাজনীতি বন্ধ করতে হবে। নুরুল হকের ওপর হামলা অন্য ফ্যাসিস্টবিরোধী বিপ্লবীদের বিরুদ্ধেও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।

সমাবেশ থেকে বক্তারা সকল ফ্যাসিস্টবিরোধী শক্তির ঐক্যের আহ্বান জানান।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ