আজ শুক্রবার মেষ রাশির জাতকদের দিন কাটবে শুভাশুভ মিশ্রিতভাবে। পারিবারিক কলহ ও মতবিরোধ মানসিক অশান্তি তৈরি করলেও কর্মক্ষেত্রে চলনসই ফল মিলবে। আর্থিক টানাপোড়েন থাকলেও প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। পাশাপাশি পুরনো বন্ধু বা উচ্চপদস্থ কারও সহায়তা লাভের সম্ভাবনা রয়েছে।
সার্বিক রাশিফল
মেষ রাশির অধিপতি মঙ্গল, যা জাতকদের মধ্যে আত্মবিশ্বাস ও সংগ্রামী মনোভাব জাগায়। জীবনের চ্যালেঞ্জে সহজে হাল ছেড়ে দেওয়ার প্রবণতা এদের নেই। তবে স্বার্থে আঘাত লাগলে রাগপ্রবণ হয়ে ওঠে। আজকের দিনে পারিবারিক বিষয়ে অশান্তি, দূর আত্মীয়ের উদ্বেগজনক খবর কিংবা স্বাস্থ্যগত সমস্যায় মানসিক চাপ তৈরি হতে পারে। অন্যদিকে কোনও অনুষ্ঠানে যোগদান বা বাইরে ভোজনের সুযোগ তৈরি হবে।
শুভ ও অশুভ সময়
শুভ সময়গুলোতে শুভকাজ করলে সাফল্যের সম্ভাবনা বাড়বে। তবে অশুভ সময় এড়িয়ে চলা উত্তম।
- অমৃতযোগ: সকাল ৭:৫২–১০:২২, দুপুর ১২:৫৩–২:৩৪, বিকেল ৪:১৫ থেকে সূর্যাস্ত, রাত ৭:২৭–৮:৫৭।
- মাহেন্দ্রযোগ: রাত ১০:২৭–১১:১৪, ভোর ৩:৪৯ থেকে সূর্যোদয় পর্যন্ত।
- বারবেলা: সকাল ৮:২৯–১১:৩৮।
- কালরাত্রি: রাত ৮:৪৬–১০:১১।
প্রেম ও সম্পর্ক
প্রেমিক-প্রেমিকাদের জন্য আজকের দিন চাপপূর্ণ হতে পারে। ভুল বোঝাবুঝি বা মানসিক কষ্ট দেখা দিতে পারে। তবে দিন শেষে যোগাযোগ ও বোঝাপড়ার মাধ্যমে পরিস্থিতি অনেকটাই সামলে উঠবে।
আরো পড়ুন: কুম্ভ রাশির আজকের রাশিফল: কেমন যাবে দিন, জানুন শুভ সময় ও প্রতিকার
প্রতিকার ও করণীয়
প্রতি মঙ্গল ও শনিবার হনুমান মন্দিরে ফুল ও ফল নিবেদন করলে বিপদ থেকে মুক্তি এবং জীবনে স্থিতিশীলতা আসবে। সংসার ও পেশাজীবনের দুর্ভোগও কমবে।
শুভ রঙ
আজকের দিনে হালকা লাল, গোলাপি, আকাশি বা সাদা রঙের পোশাক ব্যবহার করলে মানসিক স্বস্তি ও ইতিবাচকতা বজায় থাকবে।