Thursday, August 28, 2025
Homeখুব শীঘ্রই বাংলাদেশে আসছে GPX Demon GR250R

খুব শীঘ্রই বাংলাদেশে আসছে GPX Demon GR250R

বাংলাদেশের বাইকাররা দিন দিন উচ্চ সিসির মোটরসাইকেলের প্রতি ঝুঁকছেন। বিভিন্ন ব্র্যান্ড একের পর এক নতুন মডেল বাজারে আনছে, আর সেই তালিকায় এবার যুক্ত হচ্ছে GPX Demon GR250R। বাইকপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে এক নতুন সংযোজন।

খুব শীঘ্রই বাংলাদেশে আসছে gpx demon gr250r 3
GPX Demon GR250R. ছবি: ইন্টারনেট।

শক্তিশালী ইঞ্জিন ও আধুনিক ফিচার

সূত্র জানায়, শিগগিরই লঞ্চ হতে যাচ্ছে GPX Demon GR250R স্পোর্টস বাইক। এর ইঞ্জিনে রয়েছে ২৪৯.৬ সিসি, হাইপার কোয়াড্রা, SOHC, ৪ ভাল্ব, লিকুইড কুল প্রযুক্তি। সর্বোচ্চ ২৯ বিএইচপি @ ৯৫০০ RPM পাওয়ার এবং ২৩ নিউটন মিটার টর্ক @ ৭৫০০ RPM উৎপাদনে সক্ষম এই বাইকটি আগের ভার্সনের তুলনায় অনেক বেশি পাওয়ারফুল।

আরো পড়ুন:

Bajaj Pulsar N160 বনাম TVS Apache RTR 160 4V: ২০২৫-এর সেরা 160cc বাইক কোনটি?

ডিজাইন ও লুকসের দিক থেকে বাইকটি পূর্বের মডেলের মতোই রাখা হয়েছে, তবে পারফরম্যান্সে রয়েছে উল্লেখযোগ্য উন্নতি।

পারফরম্যান্স ও নিরাপত্তা

  • টপ স্পিড: ১৩৫ কিমি/ঘণ্টা
  • মাইলেজ: সিটি ৩০ কিমি/লিটার, হাইওয়ে ৩৫ কিমি/লিটার
  • ব্রেকিং সিস্টেম: ডুয়াল চ্যানেল এবিএস
  • ওজন: ১৫৮ কেজি
  • সিট হাইট: ১১৪৫ মিমি
  • টায়ার: টিউবলেস

এই ফিচারগুলো বাইকটিকে শুধু শহরে নয়, হাইওয়েতেও সমানভাবে পারফর্ম করতে সক্ষম করে।

খুব শীঘ্রই বাংলাদেশে আসছে gpx demon gr250r 2
GPX Demon GR250R. ছবি: ইন্টারনেট।

সম্ভাব্য মূল্য

বাংলাদেশে বাইকটির সম্ভাব্য মূল্য ধরা হচ্ছে প্রায় ৪,৫০,০০০ টাকা। যদিও অফিশিয়াল লঞ্চের পর চূড়ান্ত দাম জানা যাবে।

কখন লঞ্চ হবে

খুব শীঘ্রই বাইকটি দেশের বাজারে পাওয়া যাবে বলে জানা গেছে। বিস্তারিত জানতে আপনার নিকটস্থ GPX শোরুম অথবা অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।

ডিসক্লেমার: এই প্রতিবেদনটি বিভিন্ন অনলাইন সূত্র থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এখানে উল্লেখিত তথ্যসমূহ পরিবর্তনযোগ্য। সঠিক ও হালনাগাদ তথ্যের জন্য অফিশিয়াল সোর্সে নজর রাখার অনুরোধ করা হচ্ছে।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ