Thursday, August 28, 2025
Homeরয়েল এনফিল্ড ক্ল্যাসিক ৩৫০ গান মেটাল গ্রে মডেলে বিশেষ এক্সেসরিজ অফার

রয়েল এনফিল্ড ক্ল্যাসিক ৩৫০ গান মেটাল গ্রে মডেলে বিশেষ এক্সেসরিজ অফার

বাংলাদেশে মোটরসাইকেল প্রেমীদের কাছে রয়েল এনফিল্ড এখন এক অনন্য নাম। অফিশিয়ালি লঞ্চের পর থেকে ব্র্যান্ডটি দেশের বাইকারদের মধ্যে নতুন মাত্রার উত্তেজনা তৈরি করেছে। যারা দীর্ঘদিন ধরে এই কিংবদন্তি বাইকটি রাস্তায় দেখার অপেক্ষায় ছিলেন, তাদের স্বপ্ন এখন বাস্তব।

ইফাদ মোটরস লিমিটেডের হাত ধরে গত বছর বাংলাদেশে আসে বিশ্ববিখ্যাত এই ব্র্যান্ড। লঞ্চের আগেই বাইকারদের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছিল, তা প্রমাণিত হয়েছে বুকিং ও বিক্রির সংখ্যায়। শুরুতে চাহিদা এতটাই বেশি ছিল যে বাইক ডেলিভারিতে বিলম্ব হয়েছিল। তবে বর্তমানে রয়েল এনফিল্ডের সব মডেল সহজলভ্য, ফলে এখন সরাসরি শোরুম থেকে বাইক কেনা যাচ্ছে।

ক্ল্যাসিক ৩৫০ গান মেটাল গ্রে–তে বিশেষ অফার

রয়েল এনফিল্ড তাদের জনপ্রিয় মডেল ক্ল্যাসিক ৩৫০ গান মেটাল গ্রে-এর সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় এক্সেসরিজ অফার। এই অফারের আওতায় ক্রেতারা পাবেন ১০,০০০ টাকার এক্সেসরিজ ফ্রি। এর মধ্যে থাকছে ব্যাক রেস্ট, ইঞ্জিন গার্ড, হেলমেটসহ আরও প্রয়োজনীয় এক্সেসরিজ।

আরো পড়ুন:

Bajaj Pulsar N160 বনাম TVS Apache RTR 160 4V: ২০২৫-এর সেরা 160cc বাইক কোনটি?

এই অফারটি শুধু নতুন ক্রেতাদের জন্য নয়, প্রি-অর্ডার করা বাইকাররাও এর সুবিধা নিতে পারবেন।

বিশেষ এই এক্সেসরিজ অফার চলবে আগামী ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত। তাই যারা রয়েল এনফিল্ড ক্ল্যাসিক ৩৫০ গান মেটাল গ্রে কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি হতে পারে সেরা সময়। কাছের রয়েল এনফিল্ড শোরুমে যোগাযোগ করলেই পাওয়া যাবে বিস্তারিত তথ্য।

ফ্ল্যাগশিপ শোরুম লিংক: Royal Enfield Bangladesh Official

হটলাইন: ০১৭৫৫৬৪৭৫৭৬

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ