ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৪টি কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দলসহ সকল অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হবে। তবে এখনও ভোটের তারিখ নির্ধারণ করেনি কমিশন।
নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে।
কমিশনের তৈরি এই কর্মপরিকল্পনা অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দলসহ সকল অংশীজনদের সঙ্গে সংলাপ বসানোসহ ২৪টি কর্মসূচি নির্ধারণ করা হলেও ভোটগ্রহণ বা তফসিলের কোনো তারিখ নির্ধারণ করেনি কমিশন।
ইসির প্রণীত এই কর্মপরিকল্পনায় মোট ২৪টি কার্যক্রম স্থান পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:
অংশীজনদের সঙ্গে সংলাপ: সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে দেড় মাস ধরে চলবে।
ভোটার তালিকা হালনাগাদ: দ্বিতীয় ধাপের সম্পূরক খসড়া ভোটার তালিকা ইতোমধ্যে প্রকাশিত হয়েছে, যা ৩১ আগস্ট চূড়ান্ত করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা পহেলা নভেম্বর প্রকাশ করে ৩০ নভেম্বর চূড়ান্ত করা হবে।
আইনি কাঠামো সংশোধন: সকল আইন বিধি ৩১ আগস্টের মধ্যে সংশোধনের প্রস্তাব ও প্রণয়ন করা হবে।
আইন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইন সংশোধন, ভোটার তালিকা আইন সংশোধন, সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র নীতিমালা ও ব্যবস্থাপনা চূড়ান্তকরণ, দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা চূড়ান্তকরণসহ বিভিন্ন আইন। এসব কাজ ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার প্রত্যাশা রয়েছে।
আরো পড়ন:
রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার অতিক্রম: বিদেশি মুদ্রার পরিস্থিতি উজ্জ্বল
রাজনৈতিক দল নিবন্ধন: নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া ৩০ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত হবে।
সীমানা নির্ধারণ: ১৫ সেপ্টেম্বরের মধ্যে সীমানা নির্ধারণ চূড়ান্ত করে গেজেট প্রকাশ এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে জিআইএস ম্যাপ প্রস্তুত ও প্রকাশ করা হবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনেও আনুষ্ঠানিক চিঠি প্রেরণ করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, ভোটের তারিখের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের সভায় আলোচনা শেষে জানানো হয়েছে, ডিসেম্বরের প্রথমার্ধে ইসি তফসিল প্রকাশ করবে।
রোডম্যাপে তফসিলের আগে ও পরের কাজের জন্য সম্ভাব্য বাস্তবায়ন সময় নির্ধারণ করে ইসির প্রস্তুতি অব্যাহত রয়েছে।
কর্মপরিকল্পনায় সংলাপ, মতবিনিময়, সভা, ব্রিফিং, প্রশিক্ষণ, মুদ্রণ, বাজেট বরাদ্দ, আইটিভিত্তিক প্রস্তুতি, প্রচারণা, সমন্বয় সেল এবং আন্তঃমন্ত্রণালয় বৈঠক থেকে শুরু করে যাবতীয় কর্মপরিকল্পনা মাথায় রেখে উল্লেখযোগ্য খাত ও বাস্তবায়নসূচিসহ মোট ২৪টি কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে।
নির্বাচন কমিশন এই রোডম্যাপ অনুসরণ করে পর্যায়ক্রমে সকল কার্যক্রম বাস্তবায়ন করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে।