তিন দফা দাবি মানাতে সরকারকে এক ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা। দাবি না মানা হলে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় শাহবাগ অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ও আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এইউএসটি)সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আন্দোলনকারীরা ‘কোটা প্রথা বাতিল কর’, ‘মেধা দিয়া দেশ গড়’, ‘২৪ এ এত লাশ, এখন কেন কোটা চাস’, ‘২৪ এর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘ডিপ্লোমেরা ভুয়া’, ‘ডিপ্লোমাদের গদিতে আগুন জ্বালো’ ও ‘কোটা না মেধা, মেধা মেধা’সহ বিভিন্ন স্লোগান দেন।
আরো পড়ুন:
১ জন রুমিন ফারহানা vs ১০০ জন বিএনপি নেতা! গোলাম মাওলা রনির চমকপ্রদ মন্তব্য
এদিকে প্রকৌশল শিক্ষার্থীদের এই কর্মসূচি ঘিরে এলাকায় পুলিশের বাড়তি উপস্থিতি লক্ষ করা গেছে। শাহবাগ পিজি হাসপাতালের সামনে ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সড়ক অবরোধের কারণে শাহবাগ থেকে রমনা, টিএসসি, নীলক্ষেত ও কাওরান বাজারগামী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীসাধারণ। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার গাড়ি চলাচলে বিঘ্ন ঘটেনি।
শিক্ষার্থীদের তিন দফা দাবি: ১. ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দ ব্যবহার বন্ধ করা ২. ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা ৩. দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের প্রবেশাধিকার নিশ্চিত করা
মঙ্গলবার বিকেল ৩টার দিকে বুয়েটসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবরোধ শুরু করেন।
সরকারের পক্ষ থেকে তাদের দাবি মেনে নেওয়ার কোনো আশ্বাস না পাওয়ায় রাত ৮টায় ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা।
বর্তমানে পরিস্থিতি নিয়ে নিবিড় নজরদারি অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে দৃঢ় অবস্থানে রয়েছেন।