ভারতের কিংবদন্তি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন হঠাৎ করেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসরের ঘোষণা দিলেন। দীর্ঘ ১৬ মৌসুম ধরে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা এই অফ-স্পিনার নিজের অভিজ্ঞতা, সাফল্য আর অদম্য লড়াইয়ের মানসিকতা দিয়ে আইপিএল ইতিহাসে জায়গা করে নিয়েছেন অন্যতম সেরাদের কাতারে।
আইপিএলে অশ্বিনের যাত্রা
২০০৯ সালে আইপিএলে অভিষেক হয় অশ্বিনের। সেই থেকে শুরু হয় তার দারুণ এক যাত্রা। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন প্রতিটি দলের আস্থার প্রতীক। ব্যাট হাতে তেমন আলো ছড়াতে না পারলেও বল হাতে ছিলেন ভয়ঙ্কর। স্পিনের ঘূর্ণি আর নিখুঁত নিয়ন্ত্রণে বহু ম্যাচে প্রতিপক্ষকে চাপে ফেলেছেন তিনি।
অবিশ্বাস্য রেকর্ড
দীর্ঘ ১৬ মৌসুমে অশ্বিন সংগ্রহ করেছেন ১৮৭টি উইকেট। এই সংখ্যা আইপিএলের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ। এমন কৃতিত্ব প্রমাণ করে দেন তিনি শুধু জাতীয় দলের নন, আইপিএলেরও অমূল্য সম্পদ ছিলেন।
আরো পড়ুন:
পরমাণু শক্তি কমিশনে ১৮২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ কাল
বিদায়ের আবেগঘন ঘোষণা
অশ্বিন তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই অবসরের ঘোষণা দেন। ভক্ত-সমর্থকরা বিষয়টি নিতে পারেননি সহজভাবে। কারণ, আইপিএলে অশ্বিন মানেই ছিল ভরসা, অভিজ্ঞতা আর অদম্য লড়াই। হঠাৎ এই বিদায় ক্রিকেটপ্রেমীদের মনে এক ধরনের শূন্যতা তৈরি করেছে।
ভক্তদের ভালোবাসা অমূল্য
অশ্বিনের বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ভরে গেছে শুভকামনা আর কৃতজ্ঞতায়। ভক্তরা মনে করছেন, তার অবদান কখনো ভোলা যাবে না। আইপিএলকে আরও সমৃদ্ধ করেছেন তিনি, রেখে গেছেন অনুপ্রেরণার দৃষ্টান্ত।
ডিসক্লেমার: এই প্রতিবেদনটি বিভিন্ন অনলাইন সূত্র থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এখানে প্রকাশিত তথ্যের জন্য মূল সূত্র কর্তৃপক্ষ দায়ী।