ঢাকার ধামরাইয়ে মম ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানা হঠাৎ বেতন না দিয়েই বন্ধ করে দেওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে ক্ষুব্ধ শ্রমিকরা জয়পুরা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। পরে সকাল ৯টার দিকে শিল্প পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দেয়।
শ্রমিকদের ছয় দফা দাবি
কারখানার সামনে গেটে তালা ঝুলানো ও বন্ধের নোটিশ দেখে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। তারা জানান, হঠাৎ করে কারখানা বন্ধের সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। এ সময় তারা ছয় দফা দাবি উত্থাপন করেন—
১. আগস্ট মাসের পূর্ণ বেতন পরিশোধ করতে হবে।
২. শ্রম আইন অনুযায়ী ১২০ দিনের বেতন দিতে হবে।
৩. বাৎসরিক ছুটির টাকা দিতে হবে।
৪. চাকরির বয়সসীমা অনুযায়ী সার্ভিস ফি দিতে হবে।
5. ঈদ বোনাস পরিশোধ করতে হবে।
6. ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
আরো পড়ুন:
শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন: তিন দাবিতে অবরোধ
শ্রমিকদের ক্ষোভ
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক বলেন, “সোমবারও (২৫ আগস্ট) আমরা নিয়মিত ডিউটি করেছি। অথচ আজ সকালে এসে দেখি গেটে তালা আর বন্ধের নোটিশ। কর্তৃপক্ষ যদি কারখানা বন্ধ করে দেয়, এত মানুষ কোথায় যাবে? কিভাবে সংসার চলবে? আমরা শ্রম আইন অনুযায়ী সব পাওনা পরিশোধের দাবি জানাই।”
মালিকপক্ষের বক্তব্য
মম ফ্যাশন লিমিটেড কর্তৃপক্ষ নোটিশে জানিয়েছে, বন্ড লাইসেন্সসংক্রান্ত জটিলতার কারণে আমদানি বন্ধ হয়ে গেছে, ফলে ক্রেতারাও নতুন অর্ডার দিতে পারছেন না। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কারখানাকে ২৬ আগস্ট থেকে ৮ অক্টোবর পর্যন্ত লে-অফ ঘোষণা করা হয়েছে। তবে পরিস্থিতি উন্নত হলে নতুন করে জানানো হবে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গোলাম মনির হোসেন বলেন, “আমাদের কারখানায় এখন কোনো কাজ নেই। এজন্য এক মাস ১৫ দিনের জন্য লে-অফ ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের দাবি আমরা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি।”
পুলিশের বক্তব্য
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, “মালিক, শ্রমিক ও বিজিএমইএ— সবাই মিলে বৈঠক করে সমাধানের চেষ্টা চলছে। শ্রমিকরা প্রায় ৪০ মিনিট সড়ক অবরোধ করেছিলেন, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।”