Tuesday, August 26, 2025
Homeসালমানের কান কেটে দিয়েছিলাম: হেয়ার স্টাইলিস্ট দর্শন

সালমানের কান কেটে দিয়েছিলাম: হেয়ার স্টাইলিস্ট দর্শন

বলিউডে আসার পথ ও স্মরণীয় ঘটনা। দর্শন ইয়েওয়ালেকর হলেন বলিউডের জনপ্রিয় হেয়ার স্টাইলিস্ট, যিনি সালমান খানের হাত ধরে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। পরে রণবীর সিং, ভিকি কৌশল, ইব্রাহিম আলী খান, অনন্যা পান্ডের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন। তবে এক অজানা কাণ্ডে দর্শন জানান, একবার চুল কাটতে গিয়ে তিনি সালমান খানের কান কেটে ফেলেছিলেন।

ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকারে দর্শন বলেন, “বিনোদন জগতে হঠাৎ করেই আমার আসা। কোনো পরিকল্পনা ছিল না। ছোট শহর থেকে আসা একজনের জন্য বলিউডে কাজ করা যেন অবিশ্বাস্য। প্রথম কাজটি ছিল সুভাষ ঘাইয়ের ‘যুবরাজ’ সিনেমায়। সালমানের সঙ্গে কাজ করার সুযোগ আমার জন্য নতুন দরজা খুলে দিয়েছিল। উনার প্রতি আমি চিরকৃতজ্ঞ।”

কান কেটে যাওয়ার মুহূর্ত

সাক্ষাৎকারে দর্শন স্মরণ করেন, “হ্যাঁ, সামান্য খোঁচা লেগেছিল। তখন ট্রিমারগুলো খুব উন্নত ছিল না। খোঁচা লাগার পরে আমি ভয় পেয়ে ঘামছিলাম। কিন্তু সালমান খুব স্বাভাবিক ছিলেন, যেন কিছুই হয়নি। সেই দিনই বুঝলাম, সালমান কতটা ভদ্র ও ধৈর্যশীল।”

আরো পড়ুন:

রোহিত শর্মার টেস্ট অবসরের আসল কারণ অবশেষে প্রকাশ

সৃজনশীলতা ও চুলের পরীক্ষা-নিরীক্ষা

দর্শন বলেন, “ক্যারিয়ারের শুরুতেই সালমান আমাকে তার চুল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ দিয়েছেন, যা সচরাচর কেউ করে না। উনার আন্তরিকতা আমাকে আরও সৃজনশীল হওয়ার সাহস দিয়েছে।”

সালমান ছাড়াও রণবীর সিংয়ের চুল কাটার অভিজ্ঞতা স্মরণ করে দর্শন জানান, “‘বাজিরাও মস্তানি’-এ রণবীরের ন্যাড়া মাথার লুক প্রস্তাব দিয়েছিলাম, ইতিহাসগত প্রেক্ষাপটে কাহিনির এলাকার ঐতিহ্য বজায় রাখার স্বার্থে। ‘পদ্মাবত’-এ সম্পূর্ণ ভিন্ন কেশসজ্জা পরিচালকের সঙ্গে আলোচনা করে করা হয়েছিল। আমার কর্মজীবনের সৃজনশীলতা পরিপূর্ণতা পেয়েছে রণবীরের সঙ্গে কাজ করে। ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ থেকে ‘৮৩’-এর কপিল দেব লুক পর্যন্ত, সব লুক তৈরি করতে তিনি নিজে অংশ নেন। বিশেষ করে ‘৮৩’ ছবিতে ৪০ মিনিট ধরে গোঁফের ছাঁট দেওয়া হয়েছিল।”

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ