গণপুর থানা হামলা ও হত্যা মামলার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তোহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আজ দুপুরের পর ঢাকার সিএমএম আদালতে তোলা হতে পারেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, রোববার রাত ১০টার দিকে নগরর বাংলা বাজার এলাকা থেকে তোহিদ আফ্রিদিকে আটক করা হয়। ওই সময় তিনি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সংলগ্ন চাচার বাড়িতে আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে সিআইডির একটি টিম কোতোয়ালি মডেল থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে।
আরো পড়ুন:
গণশুনানিতে রুমিন ফারহানাকে ঘিরে বিতর্ক: ধাক্কাধাক্কি অভিযোগে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন
উল্লেখ্য, গত বছরের ১৭ আগস্ট জুলাই আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় তোহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি হিসেবে নাম থাকেন। একই মামলায় আগেই গ্রেপ্তার হয়েছেন তার বাবা, মাই টিভির চেয়ারম্যান নাসরুদ্দিন সাত।