বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শিক্ষাক্ষেত্রে অবদানকে “ঐতিহাসিক” উল্লেখ করে তাকে নোবেল পুরস্কারের যোগ্য বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু।
রোববার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। উপজেলা সদরের এরশাদ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে বুলু বলেন,
“একটি কথা না বললেই নয়—বেগম খালেদা জিয়া নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য। কারণ, আজকে গ্রামবাংলার মা-বোনদের যে পরিবর্তন হয়েছে, সামাজিক ও সাংস্কৃতিক যে অগ্রগতি এসেছে, এর মূল কারিগর খালেদা জিয়া। তিনি ১৯৯১ সালে ক্ষমতায় এসে মেয়েদের জন্য ক্লাস এইট থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা বেতনে পড়ার ব্যবস্থা করেন, উপবৃত্তি চালু করেন এবং বিনামূল্যে বই দেওয়ার ব্যবস্থা করেছিলেন।”
শিক্ষাক্ষেত্রে অবদানের কথা স্মরণ
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বরকতউল্লা বুলু বলেন,
“আমি তখন তরুণ এমপি। এলাকায় গেলেই মানুষ বলত, ‘ভাই, মেয়েদের জন্য সব ব্যবস্থা করেছেন, ছেলেদের কী হবে?’ তখন আমি বিষয়টি প্রধানমন্ত্রীর (খালেদা জিয়া) কাছে তুলি। তিনি শান্তভাবে বললেন—আজকের যে মেয়েরা পড়ালেখা করছে, তারা একদিন মা হবে। যে পরিবারে মা শিক্ষিত, সেই পরিবারের কেউ অশিক্ষিত থাকবে না। এর সুফল পাঁচ বছরের মধ্যেই পুরো জাতি পাবে।”
তিনি আরও যোগ করেন, “আজকে বাংলাদেশের সমাজে যে পরিবর্তন এসেছে, মেয়েরা শিক্ষিত হয়ে চাকরি করছে, ব্যবসা-বাণিজ্যে যুক্ত হচ্ছে—এ সবই খালেদা জিয়ার দূরদর্শী চিন্তার ফল।”
আরো পড়ুন: ইসিতে মারামারি নিয়ে ক্ষোভ: ‘গুন্ডা আনতে চাইলে আনতে পারতাম’, রুমিন ফারহানা
পরিবেশবান্ধব উদ্যোগের উদাহরণ
সাবেক প্রধানমন্ত্রীর আরেকটি উদ্যোগের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন,
“ম্যাডাম খালেদা জিয়া বলতেন, একটি পরিবারে নতুন সন্তান জন্ম নিলে সেই পরিবারে তিনটি গাছের চারা লাগাতে হবে। এতে সন্তান বড় হয়ে পড়াশোনা শেষ করলে সেই গাছ বিক্রি করে খরচ চালাতে পারবে। এটি ছিল এক যুগান্তকারী সিদ্ধান্ত।”

সম্মেলনে অন্য নেতাদের উপস্থিতি
সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের (সুমন)।
প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।
উপজেলা বিএনপির আহ্বায়ক এ টি এম মিজানুর রহমানের সভাপতিত্বে ও সদস্যসচিব কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য দেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী (আবু), কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আশিকুর মাহমুদ (ওয়াসিম), যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমিরসহ অন্যান্য নেতারা।
আগামী নির্বাচনে চ্যালেঞ্জের ইঙ্গিত
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বরকতউল্লা বুলু বলেন,
“এই নির্বাচন বিএনপির জন্য সহজ হবে না। দেশি-বিদেশি অনেক শক্তিই আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। ভূরাজনৈতিক কারণে সারা বিশ্বের অনেক শক্তির নজর বাংলাদেশে। সেই পরিস্থিতিতে বাংলাদেশকে রক্ষা করতে হলে বিএনপির বিকল্প নেই।”
দলীয় শৃঙ্খলার আহ্বান
নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন,
“আপনারা এমন কোনো আচরণ করবেন না, যাতে বিএনপিকে নিয়ে প্রশ্ন ওঠে—প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমানকে নিয়ে কথা ওঠে। কেউ যদি সংগঠনের ক্ষতি করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো হাইব্রিড যেন বিএনপিতে স্থান না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকাই আমাদের শক্তি।”