স্মার্টফোনে ভিপিএন ব্যবহার সুবিধা – VPN কেন ব্যবহার করবেন
বর্তমান সময়ে আমরা সবাই কমবেশি ইন্টারনেট ব্রাউজিং করে থাকি। এছাড়া অনেকে আছেন বিভিন্ন অ্যাপস বা ওয়েবসাইটে কাজ করে থাকেন। আর তখনই আমাদের ভিপিএন অ্যাপস ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে। তো বন্ধুরা আজকের পোস্টে আমি আপনাদেরকে বলবো যে প্রতিটা স্মার্ট ফোনেই ইন্টারনেট ব্যবহার করার সময় অবশ্যই ভিপিএন ব্যবহার করলে নিরাপদে থাকা যায়।
ভিপিএন ব্যবহার সুবিধা
vpn ব্যবহার করার সুবিধা হল: আমরা অনেক ওয়েবসাইটে প্রবেশ করতে পারিনা আর তখনই ভিপিএন ব্যবহার করে সেই ওয়েবসাইট ভিজিটিং করতে হয়।
কেন আমরা সকল ওয়েবসাইটে ঢুকতে পারিনা
দেখুন বন্ধুরা সকল ওয়েবসাইট কিন্তু আমাদের বাংলাদেশী নয়। আমরা যখন ইন্টারনেট ব্যবহার করে থাকি তখন সারা পৃথিবীর সকল দেশের ওয়েবসাইট গুলো পেয়ে থাকি এবং সেই ওয়েবসাইটগুলোয় প্রবেশ করে থাকে। কিন্তু আমরা শুধুমাত্র বাংলাদেশী নেটওয়ার্কের আওতায় থাকার কারণে বিদেশি ওয়েবসাইট গুলোয় ঢুকতে পারিনা।
এর কারণ হলো আমরা যে ওয়েবসাইটটিতে পরিবেশ করতে পারি না সেই ওয়েবসাইটটায় এরিয়া ভিত্তিক লক করা থাকে। যেমন আমেরিকার একটি ওয়েবসাইটে শুধুমাত্র আমেরিকানর এই ঢুকতে পারবে অন্য কোন দেশের মানুষ তাদের ওয়েবসাইটে ঢুকতে পারবে না। আর যদি ঢুকতে হয় তাহলে তাদের নেটওয়ার্কের মাধ্যমে ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।
আর তখনই তাদের নেটওয়ার্কের আওতায় আমাদের যেতে হলে ভিপিএন এর সহায়তা নিতে হবে।
ভিপিএন কি
vpn হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। অর্থাৎ vpn সাহায্য আমরা যেকোনো দেশের প্রাইভেট এক্সেস নিয়ে ব্যবহার করতে পারি ইন্টারনেট।
কেন VPN প্রয়োজন
আমরা সকলেই স্মার্টফোন ব্যবহার করে থাকি। আর এই স্মার্ট ফোন এই অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে যেগুলো আমাদের কাজেই প্রয়োজন হয়। কিন্তু অনেক হ্যাকার রয়েছে যে আপনাকে টার্গেট করে আপনার নেটওয়ার্কের ভিতরে প্রবেশ করে আপনার অ্যাক্সেস চুরি করে নিতে পারে। তাই আপনি যদি ভিপিএন ব্যবহার করে থাকেন তাহলে আপনার নেটওয়ার্কের এরিয়া পরিবর্তন হয়ে যাবে। যার কারনে আপনাকে হ্যাকার ট্রাক করতে পারবে না। এবং আপনি নিরাপদেই ইন্টারনেট ব্রাউজিং অথবা আপনার জরুরী ভিত্তিক কাজগুলো সম্পন্ন করতে পারবেন।
একটি ইন্টারনেট প্রটোকল সংস্থা জানিয়েছে, যে সকলেরই ভিপিএন ব্যবহার করা উচিত। এতে সকলের পার্সোনালিটি প্রাইভেসি থাকবে। আপনি যে সকল ডাটা বা তথ্য ব্যবহার করবেন সেটি সহজে চুরি হবে না। এর কারণ হলো অনেক সময় সার্ভার হ্যাকিং এর অসুবিধায় অনেকেই পড়ে থাকেন তাই সে যদি তার পরিচিত সার্ভার পরিবর্তন করে অন্য একটি সার্ভার এ গিয়ে ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলেই কিন্তু সে সুরক্ষিত থাকবে।
ভিপিএন এর অসুবিধা
vpn ব্যবহার করার কিছু অসুবিধা রয়েছে। যেমন স্মার্টফোনে vpn দুটি উপায় ব্যবহার করা যায় ১. অ্যাপসের মাধ্যমে ২. ওয়েবসাইট সার্ভার এর মাধ্যমে। এছাড়া কম্পিউটারে ও এই দুটি উপায় ভিপিএন ব্যবহার করা যায়। কিন্তু আমরা যখন অ্যাপ বা সফটওয়্যার ইন্সটল করি তখনই ফোনের বা কম্পিউটারের স্টোরেজ ভরে যায়। এছাড়া আমরা বেশিরভাগ সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করে থাকি আর সেখানে ভিপিএন ব্যবহার করলে বেশি ইন্টারনেট দ্রুত শেষ হয়ে যায়। শুধুমাত্র এই দুটি সমস্যা বেশিরভাগ পড়ে থাকেন ভিপিএন ব্যবহারকারীরা।
তো বন্ধুরা আপনার ফোনে যদি জরুরি তথ্য বা গোপনীয় তথ্য থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ভিপিএন ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে আপনার ফোনের নেটওয়ার্ক সার্ভার কেউ হ্যাক করতে পারবে না আপনি ভিপিএন এর দ্বারা সুরক্ষিত থাকবেন।
ভিপিএন কি নিরাপদ
দেখুন অনলাইন হল একটি ভার্চুয়াল জগত যেখানে কোন কিছুই নিরাপদ নয়। কারণ এখানে কোন জিনিসই ছোঁয়া যায় না। তাই সব কিছুরই অসুবিধা রয়েছে। এই বলে যদি আপনি vpn নিরাপদ কিনা জানতে চান তাহলে আমি বলব এটি নিরাপদ তবে অনেক সময় ভুলের ব্যবহার করার জন্য নিরাপদ নাও হতে পারে। যেমন আপনি যদি একটি ভিপিএন ব্যবহার করতে চান আপনার ডিভাইসে তাহলে অবশ্যই প্লে স্টোর অথবা পেইড ভার্সন ব্যবহার করার চেষ্টা করবেন। আর যদি আপনি লোকাল কারো কাছ থেকে ফাইল শেয়ার করে নিয়ে সেটি ব্যবহার করেন তাহলে তাতে ভাইরাস থাকতে পারে। তাই ভিপিএন নিরাপদে ব্যবহার করার জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন।
ভিপিএন কি কি কাজে লাগে
ভিপিএন এর ভূমিকা অনেক বেশি। কারণ ভিপিএন দিয়ে সকল কাজই করা সম্ভব। ভিপিএন দিয়ে আপনি আপনার লোকেশন হাইড রেখে অন্য একটি লোকেশন ব্যবহার করে মানে ছদ্দবেশী ধারণ করে ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন। এতে করে আপনি যে ইন্টারনেট ব্রাউজিং করতেছেন যে সকল তথ্য ব্যবহার করে সেটি সুরক্ষিত থাকবে। এছাড়া এমন কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো নিজ দেশের নেটওয়ার্কে ব্যবহার করা যায় না আর সেখানেই ভিপেন ব্যবহার করে অন্য দেশের নেটওয়ার্ক সিলেক্ট করে খুব সহজেই সেই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারি।
VPN এর উদ্দেশ্য কি
প্রত্যেক ইন্টারনেট ব্যবহারকারীর একটি নিজস্ব আইপি এড্রেস রয়েছে যার দ্বারা তাকে লোকেশন ট্র্যাক করা যায়। কিন্তু vpn ব্যবহার করলে ব্যবহারকারীর আইপি এড্রেস পরিবর্তন হয়ে যায় যার কারনে তাকে সনাক্ত করা সম্ভব হয়না। তাই ভিপিএন এর উদ্দেশ্য হলো গোপনীয়তা নিরাপদ রাখা।