ফুটবল ইতিহাসে নতুন কীর্তি গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। চারটি ভিন্ন ক্লাবের হয়ে অন্তত ১০০ গোল করার একমাত্র খেলোয়াড় হলেন তিনি। শনিবার (২৩ আগস্ট) সৌদি সুপার কাপে আল নাসরের হয়ে পেনাল্টি থেকে গোল করে নিজের গোলসংখ্যা ১০০ স্পর্শ করেন। যদিও টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করে আল নাসর, তবুও রোনালদোর এই রেকর্ড তাকে ফুটবল ইতিহাসে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডে ১৪৫, রিয়াল মাদ্রিদে ৪৫০ এবং জুভেন্টাসে ১০১ গোল করেছিলেন তিনি।
রোনালদোর আল নাসর অধ্যায়
আল নাসরের জার্সি গায়ে রোনালদোর গোল সংখ্যা ছুঁয়েছে শতকের ঘর। সৌদি সুপার কাপের ফাইনালে পেনাল্টি থেকে গোল করে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। যদিও ম্যাচে শিরোপা হারাতে হয়েছে আল নাসরকে, তবে রোনালদোর ব্যক্তিগত অর্জন ফুটবলপ্রেমীদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
আগের ক্লাবগুলোর সাফল্য
রোনালদো তার ক্যারিয়ারের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডে ১৪৫ গোল, রিয়াল মাদ্রিদে অসাধারণ ৪৫০ গোল, এবং জুভেন্টাসে ১০১ গোল করেছিলেন। এই তিন ক্লাবের পর আল নাসরের হয়ে ১০০ গোল পূর্ণ করে ইতিহাসে জায়গা করে নিলেন তিনি।
অন্যদের সঙ্গে তুলনা
ইতিহাসে তিনজন ফুটবলার অন্তত তিনটি ক্লাবের হয়ে ১০০+ গোল করেছেন – ইসিদরো ল্যাঙ্গারা, রোমারিও ও নেইমার। তবে চার ক্লাবের হয়ে শত গোলের রেকর্ড শুধু রোনালদোর দখলেই। অর্থাৎ তিনি এখন এককভাবে শীর্ষে।
আরো দেখুন: বাংলাদেশ বনাম আফগানিস্তান: অক্টোবর সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
শিরোপা হাতছাড়া হলেও অনন্য মাইলফলক
ফাইনালে আল আহলির কাছে টাইব্রেকারে হেরে গেলেও রোনালদোর রেকর্ড আলোচনার শীর্ষে। ফুটবলের ইতিহাসে ৪০ বছর বয়সেও তার ধারাবাহিকতা প্রমাণ করে কেন তিনি সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন।
ডিসক্লেমার:
এই প্রতিবেদনে প্রকাশিত তথ্যগুলো ম্যাচ-পরবর্তী পরিসংখ্যান ও সংবাদ মাধ্যমের প্রতিবেদন ভিত্তিক। এখানে উল্লেখিত রেকর্ড ও পরিসংখ্যান ফুটবল ইতিহাসে স্বীকৃত তথ্য অনুযায়ী উপস্থাপন করা হয়েছে।