Tuesday, August 26, 2025
Homeআসছে OPPO F31 সিরিজ - 7000mAh ব্যাটারি ও দুর্দান্ত গেমিং প্রসেসর

আসছে OPPO F31 সিরিজ – 7000mAh ব্যাটারি ও দুর্দান্ত গেমিং প্রসেসর

Oppo খুব শিগগিরই ভারতে আনতে যাচ্ছে তাদের নতুন F31 সিরিজ, যেখানে থাকবে তিনটি মডেল F31, F31 Pro এবং F31 Pro+। প্রতিটি ফোনেই থাকছে বিশাল ৭০০০mAh ব্যাটারি যা দেবে লং লাস্টিং ব্যাকআপ। এছাড়া থাকছে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, ফলে মুহূর্তেই ফোন চার্জ হবে। বেসিক মডেল F31 এ ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6300 SoC, আর F31 Pro তে রয়েছে আরও উন্নত Dimensity 7300 চিপসেট। ফ্ল্যাগশিপ Pro+ ভ্যারিয়েন্টে থাকছে শক্তিশালী Snapdragon 7 Gen 3 প্রসেসর, সঙ্গে ১২GB RAM ও ২৫৬GB স্টোরেজ। ফোনগুলো বাজারে আসতে পারে ১২ বা ১৪ সেপ্টেম্বরের মধ্যে।

OPPO F31 ফিচার

Dimensity 6300 প্রসেসর, ৭০০০mAh ব্যাটারি, ৮০W চার্জিং। এই মডেলটি সাধারণ ইউজার ও লাইট গেমিংয়ের জন্য পারফেক্ট। বিশাল ব্যাটারি সারাদিন সহজেই টিকবে। তবে হাই গ্রাফিক গেমে ল্যাগ অনুভূত হতে পারে।

OPPO F31 Pro ফিচার

Dimensity 7300 চিপসেট, ৭০০০mAh ব্যাটারি, ৮০W ফাস্ট চার্জিং। গেমিং ও মাল্টিটাস্কিংয়ে এটি বেস মডেলের চেয়ে অনেক দ্রুত। যারা বাজেটের মধ্যে থেকে ভালো পারফরম্যান্স চান, তাদের জন্য এটি দারুণ হবে। তবে ক্যামেরা নিয়ে এখনো তথ্য আসেনি।

OPPO F31 Pro+ ফিচার

Snapdragon 7 Gen 3, ১২GB RAM, ২৫৬GB স্টোরেজ, ৭০০০mAh ব্যাটারি। এই ফোনটি সিরিজের ফ্ল্যাগশিপ। হাই গ্রাফিক গেমিং, ৪কে ভিডিও রেকর্ডিং বা হেভি মাল্টিটাস্কিংয়ে অসাধারণ অভিজ্ঞতা দেবে। তবে দাম তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

৭০০০mAh ব্যাটারি + ৮০W চার্জিং

তিনটি ফোনেই বিশাল ব্যাটারি থাকায় পাওয়ার ইউজাররা পুরো দিন নিশ্চিন্ত থাকতে পারবেন। ৮০W ফাস্ট চার্জার মাত্র কয়েক মিনিটেই ফোনকে চার্জ করে ফেলবে। ভ্রমণকারীদের জন্য এটি আদর্শ ফিচার।

আরো দেখুন: Vivo T4 Pro লঞ্চ ২৬ আগস্ট: IP68/IP69, Snapdragon 7 Gen 4 ও ৫০MP ক্যামেরা সহ

লঞ্চের তারিখ

ধারণা করা হচ্ছে ১২ বা ১৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে। ফলে খুব অল্প সময়ের মধ্যেই ইউজাররা হাতে পেতে পারেন নতুন সিরিজের স্মার্টফোনগুলো।

আমাদের রায়:

OPPO F31 সিরিজটি মূলত ব্যাটারি ও পারফরম্যান্স কেন্দ্রিক। বেস মডেলটি সাধারণ ব্যবহারকারীর জন্য যথেষ্ট হলেও Pro এবং Pro+ মডেলগুলো বিশেষ করে গেমার ও হেভি ইউজারদের জন্য বানানো হয়েছে। শক্তিশালী প্রসেসর ও বিশাল ব্যাটারি একে দৈনন্দিন ব্যবহারে আলাদা করবে। তবে এখনো ক্যামেরা ও ডিজাইন সম্পর্কিত তথ্য আসেনি, তাই পুরো চিত্র পেতে অফিশিয়াল লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

  • তিনটি মডেল: OPPO F31, F31 Pro, F31 Pro+
  • সবগুলোতে ৭০০০mAh ব্যাটারি + ৮০W ফাস্ট চার্জিং
  • Pro+ মডেলে Snapdragon 7 Gen 3, ১২GB RAM, ২৫৬GB স্টোরেজ
  • লঞ্চ হতে পারে ১২ বা ১৪ সেপ্টেম্বর
Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ