Tuesday, August 26, 2025
Homeনারী বিশ্বকাপ ২০২৫: ঘোষিত হলো বাংলাদেশের ১৫ সদস্যের দল

নারী বিশ্বকাপ ২০২৫: ঘোষিত হলো বাংলাদেশের ১৫ সদস্যের দল

২০২৫ নারী বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। নির্বাচকদের চোখে জায়গা পেয়েছেন তিন নতুন মুখ-রুবাইয়া হায়দার, নিশিতা আক্তার ও সুমাইয়া আক্তার।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য অপেক্ষার অবসান ঘটলো। বিশ্বকাপ সামনে রেখে ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের দল। দীর্ঘদিন কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেও দল নিয়ে আত্মবিশ্বাসী বিসিবি নির্বাচকরা।

এবারের নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে। টুর্নামেন্ট শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২ নভেম্বর। অংশ নেবে মোট আটটি দল।

পাকিস্তানে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই টুর্নামেন্টের দলে ছিলেন দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস ও ইসমা তানজিম। তবে মূল আসরে তাদের রাখা হয়নি। পরিবর্তে সুযোগ পেয়েছেন তিন নতুন মুখ।

উইকেটকিপার-ব্যাটার রুবাইয়া হায়দার প্রথমবার ওয়ানডে দলে জায়গা পেয়েছেন। নির্বাচক সাজ্জাদ আহমেদ বলেন, “রুবাইয়া গত ছয় মাসে দারুণ উন্নতি করেছে। ওপেনিং ও উইকেটকিপিংয়ে সে আমাদের ভালো বিকল্প।”

অফ স্পিনার নিশিতা আক্তার ফিরছেন দুই বছর পর। ১৭ বছর বয়সী এ তরুণীকে নিয়ে নির্বাচকের মন্তব্য“নিশিতা চাপের মধ্যেও ঠাণ্ডা মাথায় বল করতে পারে। বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে তার কার্যকারিতা বেশি।”

শীর্ষ সারির ব্যাটার সুমাইয়া আক্তার গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ওয়ানডে খেলেছিলেন। তাকে নিয়ে নির্বাচক বলেন, “সুমাইয়ার টেকনিক ও আক্রমণাত্মক মানসিকতা দলে বাড়তি বিকল্প যোগ করবে।”

আগামী ২ অক্টোবর কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ নারী দল। নিগার সুলতানার নেতৃত্বে দল এবারও বড় চমক দেখানোর প্রত্যাশায় রয়েছে ভক্ত-সমর্থকরা।

নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক, রুবাইয়া হায়দার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার, নিশিতা আক্তার ও সুমাইয়া আক্তার।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ