ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স উৎসব ‘ম্যাটেরিয়াল ফেস্ট ১.০’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠন ম্যাটেরিয়াল রিসার্চ সোসাইটি স্টুডেন্টস চ্যাপ্টার-এর উদ্যোগে এবং সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ স্টাডি অ্যান্ড রিসোর্স ইউটিলাইজেশনের সহায়তায় এই উৎসব অনুষ্ঠিত হবে আগামী ৩০ আগস্ট সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
উৎসবের মূল আয়োজন
উৎসবে শিক্ষার্থীদের জন্য থাকবে বিভিন্ন প্রতিযোগিতা ও কর্মশালা। এর মধ্যে উল্লেখযোগ্য:
- ৩ মিনিট থিসিস
- পোস্টার প্রেজেন্টেশন
- ভিডিও কম্পিটিশন
- ফেইলিউর বাই ডিজাইন – ক্র্যাক দ্য কোড (Material Forensics Challenge)
- ফল্ট ইন আওয়ার ড্রাফটস (Peer Review Challenge)
শিক্ষার্থীদের পেশাগত দিকনির্দেশনার জন্য আয়োজন করা হয়েছে বিশেষ সেশন ‘ক্যারিয়ার টক’। সব অংশগ্রহণকারীর জন্য সর্টিফিকেট প্রদান করা হবে এবং বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
আয়োজনের স্থান ও প্রধান অতিথি
উৎসবটি অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী অডিটরিয়ামে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুস সালাম। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষকমণ্ডলীও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
আরো পড়ুন:
কোন পেশার মানুষ সবচেয়ে বেশি হতাশায় ভোগেন? জানুন বিস্তারিত
অংশগ্রহণ ও আকর্ষণ
এ উৎসবে দেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীরা অংশ নেবেন। দেশের ২০টির বেশি বিশ্ববিদ্যালয় ক্লাব ও সোসাইটি এ আয়োজনে যুক্ত থাকবে। মোট ২০০ থেকে ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করার আশা করা হচ্ছে।