Friday, August 22, 2025
Homeওপেনএআই ভারতের প্রথম অফিস খুলল, দেশজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার লক্ষ্য

ওপেনএআই ভারতের প্রথম অফিস খুলল, দেশজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার লক্ষ্য

নয়া দিল্লি: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিতে বিশ্বব্যাপী নেতৃত্ব ধরে রাখতে এবার ভারতের বাজারে পদার্পণ করল OpenAI। সম্প্রতি ভারতের ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে তৈরি ChatGPT পরিকল্পনা চালুর কয়েক দিনের মধ্যেই সংস্থাটি ভারতের প্রথম অফিস খুলতে যাচ্ছে।

শুক্রবার OpenAI জানায়, তারা রাজধানী নয়াদিল্লিতে একটি কর্পোরেট অফিস স্থাপন করবে এবং একটি স্থানীয় টিম গঠন করবে। এ উদ্যোগ সংস্থার সম্প্রতি ভারতীয় বাজারে নিয়োগ ও সম্প্রসারণ কৌশলের অংশ। এপ্রিল ২০২৪-এ OpenAI প্রাক্তন Truecaller ও Meta নির্বাহী প্রজ্ঞা মিশ্রাকে নিয়োগ দেয় ভারতের পাবলিক পলিসি ও পার্টনারশিপস লিড হিসেবে। এছাড়াও প্রাক্তন Twitter India প্রধান ঋষি জৈতলীকে সিনিয়র অ্যাডভাইজার হিসেবে আনায় ভারত সরকারের সঙ্গে AI নীতি সংক্রান্ত আলোচনায় সহায়তা করা হবে।

ভারত, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইন্টারনেট ও স্মার্টফোন বাজার, OpenAI-র জন্য স্বাভাবিক লক্ষ্য। গুগল, মেটা, এবং Perplexity-এর মতো নতুন AI স্টার্টআপের সঙ্গে প্রতিযোগিতায় সংস্থাটি দেশটির বিপুল ব্যবহারকারী সম্প্রদায়কে টার্গেট করছে।

আরো পড়ুন:

হঠাৎ বদলে গেল স্মার্টফোনের ডায়ালপ্যাড: গুগল ফোন অ্যাপে আসলো নতুন মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ ডিজাইন

সংস্থাটি জানায়, স্থানীয় টিম তৈরি করে তারা “সরকার, ব্যবসা, ডেভেলপার, একাডেমিক প্রতিষ্ঠান এবং স্থানীয় পার্টনারদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে” মনোনিবেশ করবে। এছাড়াও ভারতীয় ব্যবহারকারীদের প্রতিক্রিয়া সংগ্রহ করে পণ্যগুলো দেশীয় প্রেক্ষাপটে আরও প্রাসঙ্গিক করার পরিকল্পনা রয়েছে।

OpenAI-র CEO স্যাম অল্টম্যান বলেন, “আমাদের প্রথম অফিস খোলা এবং স্থানীয় টিম তৈরি করা ভারতের নাগরিকদের জন্য উন্নত AI অ্যাক্সেসযোগ্য করার প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা AI তৈরি করতে চাই ভারতের জন্য, ভারতের সঙ্গে।

এছাড়া OpenAI এই মাসে ভারতের প্রথম শিক্ষা সম্মেলন (Education Summit) এবং এ বছরের শেষ দিকে প্রথম ডেভেলপার ডে আয়োজনের ঘোষণা দিয়েছে।

তবে ভারতের বাজারে প্রবেশ সত্ত্বেও OpenAI-র সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। বিনামূল্যে ব্যবহারকারীকে সাবস্ক্রাইবারে পরিণত করা এবং দক্ষিণ এশিয়ার সংবেদনশীল মূল্যের বাজারে মনিটাইজেশন অন্যতম। এ সপ্তাহের শুরুতে সংস্থাটি ৫ ডলারের কম মূল্যে ChatGPT Go নামে সাবস্ক্রিপশন চালু করেছে, যা মাসে ₹৩৯৯ (প্রায় $৪.৭৫)। এটি ভারতের প্রথম ChatGPT পরিকল্পনা যা সাধারণ ব্যবহারকারীর কাছে পৌঁছাতে সক্ষম।

প্রতিদ্বন্দ্বী Perplexity ইতিমধ্যেই ভারতীয় টেলিকম জায়ান্ট ভর্তি এয়ারটেল-এর সঙ্গে অংশীদারিত্ব করে ৩৬ কোটি সাবস্ক্রাইবারকে ১২ মাসের জন্য Perplexity Pro-তে প্রবেশাধিকার দিয়েছে।

স্থানীয় ব্যবসার সঙ্গে সংহত হওয়ায় OpenAI-র কিছু আইনি চ্যালেঞ্জও রয়েছে। নভেম্বর ২০২৪-এ Asian News International (ANI) সংস্থাটিকে তার স্বত্বাধিকারপ্রাপ্ত নিউজ কন্টেন্ট অনুমতি ছাড়া ব্যবহার করার অভিযোগে মামলা করেছে। জানুয়ারিতে কিছু ভারতীয় প্রকাশকও মামলায় যুক্ত হয়েছে।

তারপরও ভারত সরকার সক্রিয়ভাবে AI প্রসার করছে এবং দেশকে গ্লোবাল AI মানচিত্রে শক্ত অবস্থানে রাখতে চাইছে। অল্টম্যান বলেন, “ভারতের প্রযুক্তি প্রতিভা, বিশ্বমানের ডেভেলপার ইকোসিস্টেম এবং শক্তিশালী সরকারী সমর্থন ভারতকে গ্লোবাল AI নেতা করার সব উপাদান আছে।”

এশিয়ায় এটি OpenAI-র প্রথম অফিস নয়; আগে তারা জাপান, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ায় অফিস খোলেছে। তুলনামূলকভাবে Anthropic সংস্থাও জাপানকে ভারত থেকে প্রাধান্য দিয়েছে।

ভারতীয় IT মন্ত্রী অশ্বিনী বৈশ্যনব বলেন, “OpenAI-এর এই উদ্যোগ ভারতের ডিজিটাল উদ্ভাবন ও AI গ্রহণের নেতৃত্বকে প্রতিফলিত করে। IndiaAI মিশনের আওতায় আমরা নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক AI ইকোসিস্টেম তৈরি করছি এবং OpenAI-র অংশীদারিত্বকে স্বাগত জানাই।”

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ