অস্ট্রেলিয়ার মাকায় শহরে চলমান দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৭৭ রানে থামিয়ে দিয়েছে স্বাগতিকরা। তবে আলোচনার কেন্দ্রে ছিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, যিনি এক ম্যাচে চারটি ক্যাচ ধরে গড়েছেন দেশের এক অনন্য রেকর্ড।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৪৯.১ ওভারে অলআউট হয় ২৭৭ রানে। ইনিংসের বড় অংশ জুড়েই বল যেন গ্রিনের দিকেই ছুটে আসছিল। তবে কোনো সুযোগই হাতছাড়া করেননি তিনি। উইলিয়ান মালডার, ট্রিস্টান স্টাবস, ডিউয়াল্ড ব্রেভিস এবং নান্দ্রে বার্গার, এই চারজন ব্যাটারকে আউটফিল্ডে চমৎকার ক্যাচে বিদায় করেন তিনি।
ওয়ানডেতে এক ইনিংসে চারটি আউটফিল্ড ক্যাচ ধরা অস্ট্রেলিয়ার ইতিহাসে অষ্টম ঘটনা। গ্রিন হয়ে গেলেন সপ্তম অস্ট্রেলিয়ান ক্রিকেটার, যিনি এই রেকর্ডে নাম লেখালেন। এর আগে গ্লেন ম্যাক্সওয়েলই কেবল দু’বার এই কৃতিত্ব অর্জন করেছেন।

অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা যারা এক ইনিংসে সর্বাধিক আউটফিল্ড ক্যাচ ধরেছেন
- মার্ক টেইলর (৪ ক্যাচ, সিডনি ১৯৯২)
- মাইকেল ক্লার্ক (৪ ক্যাচ, মেলবোর্ন ২০০৪)
- অ্যান্ড্রু সাইমন্ডস (৪ ক্যাচ, অ্যাডিলেড ২০০৬)
- গ্লেন ম্যাক্সওয়েল (৪ ক্যাচ, সিডনি ২০১৫; এজবাস্টন ২০১৭)
- মিচেল মার্শ (৪ ক্যাচ, ব্রিজটাউন ২০১৬)
- মার্নাস লাবুশেন (৪ ক্যাচ, নটিংহ্যাম ২০২৪)
- ক্যামেরন গ্রিন (৪ ক্যাচ, মাকায় ২০২৫)
দক্ষিণ আফ্রিকার ব্যাটিং
দক্ষিণ আফ্রিকা শুরুটা ভালো করতে পারেনি। ওপেনাররা ফিরেছিলেন ২৩ রানের মধ্যেই। তবে ম্যাথিউ ব্রিটজকে এসে খেলায় ফেরান দলকে। তিনি মাত্র চার ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে টানা চারটি অর্ধশতক তুলে নিয়ে ইতিহাস গড়েছেন। এদিন করেছেন ৮৮ রান।
আরো পড়ুন:
মায়ামিতে বার্সেলোনা–ভিয়ারিয়াল ম্যাচে ২০ দলের অধিনায়কের আপত্তি লা লিগার
তার সঙ্গী টোন ডি জর্জি করেন ৩৮ রান। পরবর্তীতে ট্রিস্টান স্টাবস খেলেন ৭৪ রানের দারুণ ইনিংস। তবে দলের অন্য ব্যাটাররা বড় রান করতে না পারায় ৩১তম ওভারে ১৭৯/৩ থাকা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত অলআউট হয় ২৭৭ রানে।