গোপালগঞ্জের মুকসুদপুরে গণঅধিকার পরিষদের পথসভা ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সম্প্রতি এ জেলায় রাজনৈতিক সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে শঙ্কা থাকলেও প্রশাসনের কড়া নজরদারিতে এবার শান্তিপূর্ণ পরিবেশে সমাবেশ হওয়ার আশা করা হচ্ছে।
ঘটনার বিস্তারিত
শুক্রবার (২২ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে মুকসুদপুর কলেজ মোড়ে গণঅধিকার পরিষদের পথসভা শুরু হয়। এ সভায় বক্তব্য রাখছেন সংগঠনের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। সভায় সভাপতিত্ব করছেন গোপালগঞ্জ জেলা সভাপতি আল আমীন সরদার।
সভাস্থলকে ঘিরে মোতায়েন করা হয়েছে র্যাব, পুলিশ, এপিবিএন ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর শত শত সদস্য। মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, “কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পথসভাস্থল, আশপাশ ও যাত্রাপথে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”
আরো পড়ুন: সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো নির্ধারণে ৯ সদস্যের কমিটি
এর আগে গত ১৬ জুলাই গোপালগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই সময় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ৫ জন নিহত এবং অনেকে আহত হন। ঘটনাটি গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে দেয়।
এ কারণে এবার নুরুল হক নুরের পথসভাকে ঘিরে পুলিশ-প্রশাসন অতিরিক্ত সতর্ক অবস্থান নিয়েছে।
পরবর্তী কর্মসূচি
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা মুকসুদপুরের পথসভা শেষে যশোরে জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।