বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া ও হলিউড গায়ক নিক জোনাসের প্রেমকাহিনি বহুবার শিরোনামে এসেছে। এবার নিজেদের দাম্পত্যজীবনের একেবারে অন্দরমহলের গল্প প্রকাশ্যে জানালেন নিক। যা শুনে অনেকেই অবাক হয়েছেন, কেউ আবার মজাও পেয়েছেন।
ঘটনা কোথায়, কবে ও কীভাবে জানালেন নিক
সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে গিয়ে স্ত্রী প্রিয়াংকার সঙ্গে ব্যক্তিগত অভ্যাস ও বেডরুমের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন নিক জোনাস। তিনি জানান: প্রিয়াংকা মাঝে মাঝে বিছানায় শুয়ে টিভি দেখতে ভালোবাসেন। কিন্তু নিকের এ অভ্যাস একেবারেই পছন্দ নয়। তার মতে, টিভি দেখার সঠিক জায়গা হলো খাটের পাশের চেয়ার, বিছানা নয়।
নিক হাসতে হাসতে আরও বলেন, শোবার ঘরে খেলাধুলা বা বাড়তি “অ্যাকটিভিটি”ও তিনি পছন্দ করেন না। তার জন্য বিছানা মানেই শুধু ঘুমের জায়গা।
দাম্পত্য জীবনের রসায়ন
প্রিয়াংকা এর আগেও প্রকাশ্যে বলেছেন, স্বামী নিক তার চোখে নিখুঁত পুরুষ। আবার নিকও স্ত্রীকে পেয়ে নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করেন। তাদের রোমান্টিক মুহূর্ত প্রায়ই ভাইরাল হয় কখনো প্রিয়াংকার শরীরে পিৎজা রেখে খেতে দেখা গেছে নিককে। আবার কখনো ক্যামেরায় ধরা পড়েছে তাদের মিষ্টি চুম্বন। এবার নিকের সোজাসাপ্টা স্বীকারোক্তি নতুন আলোচনার জন্ম দিয়েছে।
আরো পড়ুন: সিকান্দার ফ্লপের পর সালমানকে দায়ী করায় সমালোচনায় এআর মুরুগাদোস
অতীত ও ব্যাকগ্রাউন্ড

প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস ২০১৮ সালে বিয়ে করেন। বিয়ের পর থেকে তারা বলিউড ও হলিউডের অন্যতম আলোচিত সেলিব্রিটি দম্পতি। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই একে অপরকে নিয়ে মজার কিংবা রোমান্টিক মুহূর্ত শেয়ার করেন তারা। ফলে ভক্তরাও সবসময়ই তাদের জীবনের টুকরো টুকরো গল্প জানার অপেক্ষায় থাকেন।
ভক্তদের প্রতিক্রিয়া
নিকের এই খোলামেলা মন্তব্যে অনেকেই অবাক হয়েছেন। কেউ কেউ মনে করছেন এটি দাম্পত্য সম্পর্কের স্বাভাবিক বিষয়। আবার অনেক ভক্ত মজার ছলে মন্তব্য করেছেন নিকের বেডরুমে এক্সক্লুসিভ নিয়মই আলাদা।
প্রিয়াংকা-নিক দম্পতির সম্পর্ক আরও কত চমকপ্রদ দিক সামনে আসে, তা সময়ই বলে দেবে। তবে এ ঘটনা প্রমাণ করে, তারকারাও আমাদের মতো সাধারণ মানুষ-তাদেরও রয়েছে ভিন্ন ভিন্ন অভ্যাস, পছন্দ-অপছন্দ।