Friday, August 22, 2025
Homeমায়ামিতে বার্সেলোনা–ভিয়ারিয়াল ম্যাচে ২০ দলের অধিনায়কের আপত্তি লা লিগার

মায়ামিতে বার্সেলোনা–ভিয়ারিয়াল ম্যাচে ২০ দলের অধিনায়কের আপত্তি লা লিগার

আগামী ২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মায়ামিতে প্রস্তাবিত লা লিগার ম্যাচকে ঘিরে আপত্তি জানিয়েছে স্পেনের ২০ দলের অধিনায়ক। বার্সেলোনা ও ভিয়ারিয়ালের মধ্যকার এই ম্যাচ নিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেছে পেশাদার ফুটবলারদের সংগঠন এএফই (AFE)।

গত রাতে অধিনায়কদের বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানিয়েছে এএফই। সংগঠনটি দাবি করেছে, লা লিগা এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশন (RFEF) তাদের সঙ্গে পর্যাপ্ত আলোচনার ব্যবস্থা করেনি, তাই খেলোয়াড়রা বিদেশে ম্যাচ আয়োজনকে সমর্থন করতে পারছে না।

এএফইর বিবৃতিতে বলা হয়েছে, “লিগের ক্লাবগুলোর অধিনায়কদের সমর্থনে আমরা স্পেনের বাইরে লা লিগা ম্যাচ আয়োজনের বিরোধিতা করছি। খেলোয়াড়দের সঙ্গে আলোচনা না করেই এমন সিদ্ধান্ত নেওয়া অসম্মানজনক।”

মায়ামিতে বার্সেলোনা–ভিয়ারিয়াল ম্যাচে ২০ দলের অধিনায়কের আপত্তি লা লিগার 3
লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। ছবি: বাংলাদেশ টাইমস

সংগঠনটি আরও অভিযোগ করেছে, ফুটবল খেলোয়াড়দের দীর্ঘ ভ্রমণের ধকল এবং কর্মপরিসরে প্রভাবের কথা চিন্তা না করেই এই উদ্যোগ নেয়া হয়েছে। এএফই বলেছে, “এতে শুধু খেলার কাঠামোয় পরিবর্তন হবে না, খেলোয়াড়দের নিজেদের দেশ ছেড়ে দীর্ঘ পথ ভ্রমণ করতে হবে, যা তাদের প্রস্তুতি ও কর্মক্ষমতায় প্রভাব ফেলবে।”

২০১৮ সাল থেকে RFEF যুক্তরাষ্ট্রে লা লিগার ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে। মূল উদ্দেশ্য হলো স্পেনের শীর্ষ লিগকে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশে ছড়িয়ে দিয়ে অতিরিক্ত আয় বৃদ্ধি করা।

আগামী ডিসেম্বরের ওই ম্যাচের জন্য ভিয়ারিয়ালের হোম মাঠ এস্তাদিও দে লা সেরামিকা (২৩ হাজার দর্শক ধারণক্ষমতা) বাদ দিয়ে মায়ামির ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার হার্ড রক স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। উল্লেখ্য, হার্ড রক স্টেডিয়ামে গত বছর কোপা আমেরিকার ফাইনাল এবং চলতি বছরে ফিফা ক্লাব বিশ্বকাপের কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন:

বিশ্বের শীর্ষ ১০ টিকটকার: নাচ, মজা ও ভাইরালের জাদুকররা

RFEF ইতোমধ্যে UEFA ও FIFA-এর অনুমতির জন্য চিঠি পাঠিয়েছে। তবে ইউরোপীয় এবং বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া যায়নি। এছাড়া, যুক্তরাষ্ট্র সকার ফেডারেশন (USSF) এবং কনকাকাফও এখন পর্যন্ত অনুমোদন দেয়নি।

মায়ামিতে বার্সেলোনা–ভিয়ারিয়াল ম্যাচে ২০ দলের অধিনায়কের আপত্তি লা লিগার 2
রিয়াল মাদ্রিদও বিদেশে লা লিগার ম্যাচ খেলতে রাজি নয়ছবি: রয়টার্স

সম্প্রতি লা লিগার মার্কিন অংশীদার Relevant Sports Group, USSF ও FIFA-এর মধ্যে মামলা নিষ্পত্তি হওয়ায় যুক্তরাষ্ট্রে বিদেশি লিগ ম্যাচ আয়োজনের পথ কিছুটা সুগম হয়েছিল। তবুও স্পেনের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ আগে থেকেই এই উদ্যোগের বিরোধিতা করেছে।

এএফই জানিয়ে দিয়েছে, খেলোয়াড়দের মতামত ছাড়া এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। সংগঠনটির বক্তব্য, “আমরা সম্মান ও স্বচ্ছতা চাই। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা জরুরি, কারণ আমরা এই প্রতিযোগিতার মূল অংশীদার।”

উল্লেখ্য, লা লিগার নতুন মৌসুম ১৫ আগস্ট থেকে শুরু হয়েছে এবং প্রথম রাউন্ড থেকে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ