টুইটার ছাড়ার দুই বছরেরও বেশি সময় পর অবশেষে ক্ষতিপূরণের টাকা পেতে চলেছেন অনেক সাবেক কর্মী। ইলন মাস্কের মালিকানাধীন এক্স (সাবেক টুইটার) প্রাথমিকভাবে এক ক্লাস অ্যাকশন মামলা মীমাংসায় সম্মত হয়েছে বলে জানা গেছে। এই মামলাটি করেছিলেন সেইসব কর্মী, যাদের মাস্ক টুইটার কিনে নেওয়ার পরপরই চাকরি থেকে ছাঁটাই করেছিলেন।
আদালতে সমঝোতার ইঙ্গিত
মার্কিন আদালতে দাখিল করা নথিতে দেখা গেছে, উভয় পক্ষই আসন্ন শুনানি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে যাতে সমঝোতার বিষয়টি চূড়ান্ত করা যায়।
২০২২ সালে টুইটার কিনে নেওয়ার পর ইলন মাস্ক ব্যাপক কর্মী ছাঁটাই শুরু করেন। ওই সময় ৬ হাজারেরও বেশি কর্মী চাকরি হারান, যা কোম্পানির মোট জনবলের প্রায় ৮০ শতাংশ। মাস্ক তিন মাসের ক্ষতিপূরণ প্রস্তাব করলেও মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, অনেক কর্মী পূর্ণাঙ্গ অর্থ পাননি, কেউ কেউ আবার কোনো ক্ষতিপূরণই পাননি।
আরো পড়ুন:
Mahindra ups BE 6 ব্যাটম্যান এডিশন উৎপাদন বাড়াল ৯৯৯ ইউনিটে
ক্ষতিপূরণের পরিকল্পনা নিয়ে দ্বন্দ্ব
মামলায় আরও বলা হয়, মাস্ক যে তিন মাসের ক্ষতিপূরণ অফার করেছিলেন, তা পূর্ববর্তী টুইটার সেভারেন্স প্ল্যানের তুলনায় কম। ২০১৯ সালে কার্যকর হওয়া সেই পরিকল্পনা অনুযায়ী, জ্যেষ্ঠ কর্মীরা সর্বোচ্চ ছয় মাসের মূল বেতন এবং চাকরির প্রতিটি বছরের জন্য অতিরিক্ত এক সপ্তাহের বেতন পাওয়ার কথা ছিল।
আদালতের পূর্ববর্তী রায়
গত জুলাইয়ে সান ফ্রান্সিসকোর এক মার্কিন জেলা বিচারক রায় দিয়েছিলেন যে, মাস্ক টুইটারের আগের ক্ষতিপূরণ পরিকল্পনা মানতে বাধ্য নন। তবে মামলার বাদীপক্ষ এ রায়ের বিরুদ্ধে আপিল করে। আগামী মাসে আপিল আদালতে মৌখিক শুনানি হওয়ার কথা থাকলেও সমঝোতার ইঙ্গিত আসায় সেটি আপাতত স্থগিত হতে পারে।