ভারতের গাড়ি নির্মাতা মহিন্দ্রা তাদের বিখ্যাত BE 6 SUV-এর ব্যাটম্যান সংস্করণে উৎপাদন সংখ্যা বাড়িয়েছে। প্রাথমিকভাবে ৩০০ ইউনিটের সীমিত সংস্করণ হিসেবে ঘোষণা করা হলেও, এখন সেই সংখ্যা বেড়ে ৯৯৯ ইউনিটে উন্নীত করা হয়েছে। এছাড়া, ওয়ানার ব্রসের সঙ্গে অংশীদারিত্ব উদযাপনের জন্য আগামী বছরে আরও সীমিত সংস্করণের SUV চালু করা হতে পারে।
প্রি-বুকিং আজ সন্ধ্যা ৫টায় শুরু, গ্রাহকরা বেছে নিতে পারবেন ব্যাজ নম্বর
মহিন্দ্রা জানিয়েছে, BE 6 ব্যাটম্যান এডিশনের প্রি-বুকিং আজ (২১ আগস্ট) সন্ধ্যা ৫টায় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে শুরু হবে। তবে বুকিং ফি প্রদানের জন্য গ্রাহকরা ২৩ আগস্ট সকাল ১১টার পর থেকে ২১,০০০ রুপি জমা দিতে পারবেন।
প্রতিটি গ্রাহক তাদের পছন্দমত ব্যাজ নম্বর (001 থেকে 999 পর্যন্ত) বেছে নিতে পারবেন। তবে ব্যাজের সংখ্যা এক্সক্লুসিভ নয়, অর্থাৎ একই নম্বরের একাধিক BE 6 ব্যাটম্যান এডিশন হতে পারে।

ডেলিভারি শুরু হবে আন্তর্জাতিক ব্যাটম্যান ডে-তে
ডেলিভারি শুরু হবে ২০ সেপ্টেম্বর, যা আন্তর্জাতিক ব্যাটম্যান দিবস হিসেবে উদযাপিত হয়। BE 6 ব্যাটম্যান এডিশন Pack Three-এর ওপর ভিত্তি করে তৈরি, তবে এর ভিতরে-বাইরে ব্যাটম্যান থিমের বিশেষ ডিজাইন করা হয়েছে। দাম Pack Three-এর চেয়ে ৮৯,০০০ রুপি বেশি, যার ভিত্তিমূল্য শুরু হয়েছে ২৭.৭৯ লাখ রুপি থেকে।
আরো পড়ুন: Volkswagen T-Roc: দ্বিতীয় প্রজন্মে আসছে নতুন হাইব্রিড ইঞ্জিন
মহিন্দ্রার এই পদক্ষেপ তাদের SUV প্রেমিকদের মধ্যে আরও উত্তেজনা সৃষ্টি করেছে এবং সীমিত সংস্করণের প্রতি চাহিদা আরও বৃদ্ধি পেতে পারে।
নোটিশ: সব দাম এক্স-শোরুম, ভারত ভিত্তিক।