চিরঞ্জীবীর জন্মদিনকে ঘিরে ভক্তদের জন্য এসেছে এক বিশেষ চমক। ২২ আগস্ট জন্মদিন উপলক্ষে মুক্তি পেল তাঁর আসন্ন সিনেমা ‘বিষ্ণম্ভরা’-র এক ঝলক। ভাসিষ্ঠ পরিচালিত এই সোশিও-ফ্যান্টাসি ছবিতে কিংবদন্তি নায়ককে দেখা গেল এক মহাকাব্যিক রূপে, যার কাহিনি শোনানো হচ্ছে এক ছোট্ট মেয়েকে।
ঝলকের গল্প
প্রকাশিত ‘মেগা ব্লাস্ট ঝলক’-এ দেখা যায়, এক ছোট মেয়ে জানতে চাইছে, বিষ্ণম্ভরায় আসলে কী ঘটেছিল। উত্তরে শুরু হয় এক কাহিনি, যেখানে এক শিশুকে দেখা যায় এক বিশাল বিচ্ছুর উপর দাঁড়িয়ে। বলা হয়, এক লোভী মানুষের কারণে যুদ্ধের সূত্রপাত হয়, আর তার হাতে পৃথিবী ডুবে যায় বিশৃঙ্খলায়। ঠিক তখনই আশা-হতাশ মানুষের মাঝে আবির্ভূত হয় এক নায়ক। শিশুটি যখন জানতে চায়, সে নায়ক কে, তখনই আবির্ভূত হন চিরঞ্জীবী। শত্রুদের সঙ্গে লড়াই করতে করতে তাঁর ঝলক পর্দা ভরিয়ে তোলে। দৃশ্যের শেষে দেখা যায়, তাঁর হাতে একটি জীবন্ত চোখ, যা ইঙ্গিত দেয় ভয়ঙ্কর কোনো শক্তি থেকে তা ছিনিয়ে আনা হয়েছে।

সিনেমার কাস্ট ও নির্মাণ
‘বিষ্ণম্ভরা’ ছবিতে চিরঞ্জীবীর পাশাপাশি অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান, কুনাল কাপুর ও আশিকা রঙ্গনাথ। ছবিটি পরিচালনা করেছেন ভাসিষ্ঠ এবং প্রযোজনা করেছে ইউভি ক্রিয়েশনস।
২০২৩ সালে শুটিং শুরু হলেও সিনেমাটি মূলত সংক্রান্তি উৎসবে মুক্তির কথা ছিল। তবে পরে তারিখ পিছিয়ে দেওয়া হয় এবং সেই সময়টা দেওয়া হয় শংকরের পরিচালনায় রাম চরণের ছবি ‘গেম চেঞ্জার’-কে। গত বছরের অক্টোবর মাসে মুক্তি পাওয়া টিজারটি নিম্নমানের ভিএফএক্সের কারণে সমালোচিত হয়েছিল। তবে সর্বশেষ প্রকাশিত ঝলক দেখে মনে হচ্ছে, ভিএফএক্স ও ভিজ্যুয়ালে অনেক উন্নতি এসেছে।
আরো পড়ুন:
ভাশিকরণ: নতুন রোমান্স-ভরা ওয়েব সিরিজের সূচনা
পরিচালকের মন্তব্য
সম্প্রতি ‘গুল্টে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক ভাসিষ্ঠ জানান, “আমাদের শাস্ত্রে ১৪টি লোকের উল্লেখ আছে, উপরে ৭টি আর নিচে ৭টি। বহু নির্মাতা এরই মধ্যে বিভিন্ন লোককে তাঁদের মতো করে দেখিয়েছেন। আমি চেয়েছি আরও এক ধাপ এগোতে। ‘বিষ্ণম্ভরা’-র কাহিনি সৎয লোকের প্রেক্ষাপটে, যেখানে ব্রহ্মা দেব থাকেন। আমরা এর আগে ‘যমলোক’ বা ‘স্বর্গলোক’-কে সিনেমায় দেখেছি। এবার দর্শক একেবারেই নতুন এক জগৎ দেখতে পাবেন।”