Thursday, August 21, 2025
Homeকাজলের Maa এবার নেটফ্লিক্সে: কবে থেকে দেখা যাবে পৌরাণিক ভৌতিক এই সিনেমা

কাজলের Maa এবার নেটফ্লিক্সে: কবে থেকে দেখা যাবে পৌরাণিক ভৌতিক এই সিনেমা

তিন বছরের বিরতির পর বড়পর্দায় কাজলের প্রত্যাবর্তন ঘটে পরিচালক বিশাল ফুরিয়ার ভৌতিক ছবি Maa-র মাধ্যমে। মুক্তির পরই কাজলের অভিনয় প্রশংসিত হলেও ছবিটি ঘরানার দিক থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল। এবার সেই চলচ্চিত্র আসছে ওটিটিতে। নেটফ্লিক্স ইন্ডিয়া বৃহস্পতিবার ঘোষণা করেছে, আগামী ২২ আগস্ট থেকে প্ল্যাটফর্মটিতে দেখা যাবে সিনেমাটি।

নেটফ্লিক্সে ঘোষণা

নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নেটফ্লিক্স ইন্ডিয়া পোস্ট করে লিখেছে, “যখন রক্ষক হয় মা, তখন প্রতিটি ভক্ষকের পরাজয় নিশ্চিত। দেখুন ‘মা’, ২২ আগস্ট থেকে নেটফ্লিক্সে।”

কাজলের maa এবার নেটফ্লিক্সে কবে থেকে দেখা যাবে পৌরাণিক ভৌতিক এই সিনেমা 2
মা মুভি পোস্টার। ছবি: আইএমডিবি

ছবির পটভূমি ও নির্মাণ

বিশাল ফুরিয়ার পরিচালনায় তৈরি এই পৌরাণিক ভৌতিক ছবিটি প্রযোজনা করেছেন অজয় দেবগন, জ্যোতি দেশপান্ডে ও কুমার মাঙ্গাত পাঠক। কাজলের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, রণিত রায় ও খেরিন শর্মা।

চিত্রনাট্য লিখেছেন সাইউইন কোয়াদরাস, সম্পাদনায় ছিলেন সন্দীপ ফ্রান্সিস। সংগীতে ছিলেন হর্ষ উপাধ্যায়, রকি খন্না ও শিব মালহোত্রা।

আরো পড়ুন:

Coolie বক্স অফিসে ঝড়: ব্রহ্মাস্ত্র-‘কান্তারা’কে ছাড়িয়ে গেল রজনীকান্তের ছবি

কাহিনি

Maa-র কাহিনি আবর্তিত হয়েছে অম্বিকা (কাজল) ও তার মেয়েকে ঘিরে। স্বামীর রহস্যজনক মৃত্যুর পর তারা ফিরে যায় শ্বশুরবাড়ির গ্রামে। সেখানে গিয়ে অম্বিকা আবিষ্কার করে এক ভয়ঙ্কর অভিশাপ, যা তাদের জীবনকে বিপন্ন করে তোলে।

কাজলের maa এবার নেটফ্লিক্সে কবে থেকে দেখা যাবে পৌরাণিক ভৌতিক এই সিনেমা 3
মা। ছবি: ইন্টারনেট

যদিও কাজলের অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে, অনেকেই মনে করেছেন ছবিটি ভৌতিক দিকটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারেনি। ভারতে বক্স অফিসে ছবিটির আয় দাঁড়ায় ৩৬.০৮ কোটি রুপিতে।

কাজলের অভিজ্ঞতা

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কাজল বলেছিলেন, “আমি তেমন অস্বস্তি বোধ করিনি, হয়তো কারণ আমি নিজেই এটি করেছি। তবে আশেপাশের সবাই বলেছিল ‘তোমাকে এভাবে দেখতে আমাদের কষ্ট হচ্ছে’। এটাই ভৌতিক ছবির শক্তি, আর সেই কারণেই দর্শকের কাছে এটি ভিন্নরকম প্রভাব ফেলবে।”

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ