ভিভো নিশ্চিত করেছে যে তাদের নতুন Vivo T4 Pro স্মার্টফোনটি আসছে ভারতে ২৬ আগস্ট ২০২৫, দুপুর ১২টায়। ফোনটিতে থাকছে Snapdragon 7 Gen 4 প্রসেসর, 3x পেরিস্কোপ জুম ক্যামেরা, 120Hz OLED ডিসপ্লে এবং নতুন ব্লু ও গোল্ড কালার অপশন।
ফ্লিপকার্ট মাইক্রোসাইটে নিশ্চিত করা হয়েছে যে Vivo T4 Pro ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে ২৬ আগস্ট ২০২৫, দুপুর ১২টা। এটি হবে Vivo T সিরিজের নতুন সদস্য, যা মূলত মিড-রেঞ্জ প্রিমিয়াম সেগমেন্টকে টার্গেট করবে।
ফোনটিতে থাকবে ব্লু ও গোল্ড কালার অপশন। ডিজাইনে Vivo V60-এর মতো লুক থাকলেও এখানে ZEISS ব্র্যান্ডিং নেই। পরিবর্তে ক্যামেরা মডিউলে দেখা যাবে শুধু “Tele Lens” লেখা।
দেখুন: Honor Play10C লঞ্চ: বাজেট ৫জি ফোনে ৬০০০mAh ব্যাটারির জাদু
Vivo T4 Pro তে ব্যবহার করা হয়েছে Snapdragon 7 Gen 4 চিপসেট, যা সম্প্রতি লঞ্চ হওয়া Vivo V60 5G তেও ব্যবহৃত হয়েছে। এই প্রসেসর মসৃণ পারফরম্যান্স, গেমিং ও ব্যাটারি এফিশিয়েন্সির জন্য পরিচিত।
ফোনটিতে থাকবে 6.78-ইঞ্চি OLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1.5K এবং রিফ্রেশ রেট 120Hz। ফলে স্ক্রলিং, গেমিং ও ভিডিও দেখার অভিজ্ঞতা হবে আরও মসৃণ।
Vivo T4 Pro তে প্রধান আকর্ষণ হবে 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর, যেখানে থাকবে OIS (Optical Image Stabilisation)। এছাড়াও থাকছে 3x পেরিস্কোপ জুম ক্যামেরা, যা ফ্ল্যাগশিপ লেভেলের ফটোগ্রাফির অভিজ্ঞতা দেবে।
গুগল প্লে কনসোল লিস্টিং অনুসারে ফোনটির অন্তত একটি 8GB RAM ভ্যারিয়েন্ট আসবে। এছাড়াও একাধিক স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকার সম্ভাবনা রয়েছে।
Vivo T4 Pro বাজারে আসবে Android 15 অপারেটিং সিস্টেমসহ। ভিভোর নিজস্ব কাস্টম UI যোগ হবে, যেখানে থাকবে নতুন ফিচার ও উন্নত ইউজার এক্সপেরিয়েন্স।
লঞ্চ ইভেন্টের পরই Vivo T4 Pro-এর দাম ও প্রাপ্যতা প্রকাশ করা হবে। ভারতে এটি মিড-রেঞ্জ প্রিমিয়াম ফোন হিসেবে আসবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশসহ অন্যান্য বাজারে এটি আসবে কিনা এখনো নিশ্চিত নয়, তবে T সিরিজের জনপ্রিয়তা দেখে আশা করা যায় শিগগিরই গ্লোবাল লঞ্চ হবে।