শাওমি নিয়ে আসছে তাদের নতুন বাজেট স্মার্টফোন Redmi 15 5G। আগেই অনেক তথ্য ফাঁস হলেও এখন আনুষ্ঠানিকভাবে রিভিউতে আসছে ফোনটি। বিশাল ৭০০০mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে, শক্তিশালী Snapdragon 6s Gen 3 চিপসেট আর নতুন HyperOS 2 নিয়ে এটি বাজেট বাজারে বড় চমক হতে চলেছে।
Redmi 15 5G-এর ডিজাইন ও কালার অপশন
ফোনটির ব্যাক ডিজাইনে রয়েছে অ্যালুমিনিয়ামের তৈরি ক্যামেরা আইল্যান্ড, যেখানে তিনটি গোলাকার লেন্স বসানো হয়েছে। রঙের ভ্যারিয়েন্ট হিসেবে থাকছে Frosted White, Midnight Black ও Sandy Purple। ফ্রস্টেড হোয়াইটে বরফের মতো প্যাটার্ন, ব্ল্যাকে ক্লাসিক লুক আর স্যান্ডি পার্পল ভ্যারিয়েন্টে বালির টেক্সচারের মতো ডিজাইন পাওয়া যাবে।
বড় ডিসপ্লে ও স্মুথ এক্সপেরিয়েন্স

ফোনের সামনে রয়েছে বিশাল ৬.৯ ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 144Hz। যদিও বেজেল কিছুটা মোটা, তবে বাজেট সেগমেন্টের জন্য এটি চমৎকার ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স দেবে।
৭০০০mAh ব্যাটারি – বাজেট ফোনে গেমচেঞ্জার
Redmi 15 5G-এর সবচেয়ে বড় আকর্ষণ এর ৭০০০mAh সিলিকন-কার্বন ব্যাটারি। কোম্পানির দাবি, চার বছরের বেশি সময় ব্যবহার করার পরও ব্যাটারির ৮০% ক্যাপাসিটি অটুট থাকবে। ফোনটিতে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এবং বক্সে চার্জার দেওয়া হবে। এছাড়া ফোনটি 18W রিভার্স চার্জিং সাপোর্ট করে, ফলে এটিকে পাওয়ারব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে।
প্রসেসর ও সফটওয়্যার
ফোনটিতে থাকছে Qualcomm Snapdragon 6s Gen 3 চিপসেট এবং শাওমির সর্বশেষ HyperOS 2। কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছে ২ বছরের OS আপডেট ও ৪ বছরের সিকিউরিটি আপডেট, যা বাজেট সেগমেন্টে বেশ ভালো অফার।
ক্যামেরা ও অতিরিক্ত ফিচার

Redmi 15 5G-তে থাকছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এছাড়া ফোনটি IP64 রেটেড, অর্থাৎ পানি ও ধুলো প্রতিরোধী। অডিও অভিজ্ঞতার জন্য এতে রয়েছে Dolby সার্টিফায়েড সাউন্ড সিস্টেম।
ফোনটি আনুষ্ঠানিকভাবে ১৯ আগস্ট বাজারে আসছে। তখনই দাম ও গ্লোবাল মার্কেট নিয়ে আরও তথ্য জানা যাবে।