Thursday, August 21, 2025
HomeRedmi 15 5G রিভিউ শুরু: বাজেট সেগমেন্টে ৭০০০mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে

Redmi 15 5G রিভিউ শুরু: বাজেট সেগমেন্টে ৭০০০mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে

শাওমি নিয়ে আসছে তাদের নতুন বাজেট স্মার্টফোন Redmi 15 5G। আগেই অনেক তথ্য ফাঁস হলেও এখন আনুষ্ঠানিকভাবে রিভিউতে আসছে ফোনটি। বিশাল ৭০০০mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে, শক্তিশালী Snapdragon 6s Gen 3 চিপসেট আর নতুন HyperOS 2 নিয়ে এটি বাজেট বাজারে বড় চমক হতে চলেছে।

Redmi 15 5G-এর ডিজাইন ও কালার অপশন

ফোনটির ব্যাক ডিজাইনে রয়েছে অ্যালুমিনিয়ামের তৈরি ক্যামেরা আইল্যান্ড, যেখানে তিনটি গোলাকার লেন্স বসানো হয়েছে। রঙের ভ্যারিয়েন্ট হিসেবে থাকছে Frosted White, Midnight Black ও Sandy Purple। ফ্রস্টেড হোয়াইটে বরফের মতো প্যাটার্ন, ব্ল্যাকে ক্লাসিক লুক আর স্যান্ডি পার্পল ভ্যারিয়েন্টে বালির টেক্সচারের মতো ডিজাইন পাওয়া যাবে।

বড় ডিসপ্লে ও স্মুথ এক্সপেরিয়েন্স

বড় ডিসপ্লে ও স্মুথ এক্সপেরিয়েন্স

ফোনের সামনে রয়েছে বিশাল ৬.৯ ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 144Hz। যদিও বেজেল কিছুটা মোটা, তবে বাজেট সেগমেন্টের জন্য এটি চমৎকার ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স দেবে।

৭০০০mAh ব্যাটারি – বাজেট ফোনে গেমচেঞ্জার

Redmi 15 5G-এর সবচেয়ে বড় আকর্ষণ এর ৭০০০mAh সিলিকন-কার্বন ব্যাটারি। কোম্পানির দাবি, চার বছরের বেশি সময় ব্যবহার করার পরও ব্যাটারির ৮০% ক্যাপাসিটি অটুট থাকবে। ফোনটিতে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এবং বক্সে চার্জার দেওয়া হবে। এছাড়া ফোনটি 18W রিভার্স চার্জিং সাপোর্ট করে, ফলে এটিকে পাওয়ারব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে।

প্রসেসর ও সফটওয়্যার

ফোনটিতে থাকছে Qualcomm Snapdragon 6s Gen 3 চিপসেট এবং শাওমির সর্বশেষ HyperOS 2। কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছে ২ বছরের OS আপডেট ও ৪ বছরের সিকিউরিটি আপডেট, যা বাজেট সেগমেন্টে বেশ ভালো অফার।

ক্যামেরা ও অতিরিক্ত ফিচার

3

Redmi 15 5G-তে থাকছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এছাড়া ফোনটি IP64 রেটেড, অর্থাৎ পানি ও ধুলো প্রতিরোধী। অডিও অভিজ্ঞতার জন্য এতে রয়েছে Dolby সার্টিফায়েড সাউন্ড সিস্টেম।

ফোনটি আনুষ্ঠানিকভাবে ১৯ আগস্ট বাজারে আসছে। তখনই দাম ও গ্লোবাল মার্কেট নিয়ে আরও তথ্য জানা যাবে।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ