Thursday, August 21, 2025
Homeটিকটকের নতুন ফিচার: সহপাঠীদের সাথে সংযোগের সুযোগ

টিকটকের নতুন ফিচার: সহপাঠীদের সাথে সংযোগের সুযোগ

আপনি কি জানেন, এখন টিকটক শুধু ভিডিও দেখার জায়গাই নয়—এবার এটি হতে যাচ্ছে ক্যাম্পাসে নতুন বন্ধুত্ব গড়ার এক প্ল্যাটফর্ম? জনপ্রিয় এই অ্যাপ এবার চালু করেছে “Campus Verification” নামের একটি বিশেষ ফিচার, যা কলেজ শিক্ষার্থীদের সহপাঠীদের খুঁজে বের করতে ও যুক্ত হতে সাহায্য করবে।

কীভাবে কাজ করবে এই ফিচার?

এই ফিচারটি ব্যবহার করতে হলে প্রথমে প্রোফাইলে গিয়ে “Add School” বাটনে ক্লিক করতে হবে। এরপর নিজের কলেজের নাম ও স্নাতক হওয়ার সম্ভাব্য বছর উল্লেখ করতে হবে।

যাচাইয়ের জন্য শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ইমেইল ব্যবহার করতে হবে। একবার ভেরিফাই হয়ে গেলে প্রোফাইলে কলেজের নাম ও গ্র্যাজুয়েশন ইয়ার দেখা যাবে।

শিক্ষার্থীরা চাইলে কলেজভিত্তিক লিস্ট ব্রাউজ করতে পারবেন। সেখান থেকে গ্র্যাজুয়েশন ইয়ার অনুযায়ী ফিল্টার করে সহপাঠীদের খুঁজে বের করা যাবে। এমনকি জনপ্রিয় বা সর্বাধিক ফলোয়ার থাকা শিক্ষার্থীদের নামও আগে দেখা যাবে।

এই ফিচার বর্তমানে ৬,০০০-এর বেশি বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাচ্ছে, টিকটকের পার্টনারশিপ প্ল্যাটফর্ম UNiDAYS–এর মাধ্যমে।

টিকটকের নতুন ফিচার সহপাঠীদের সাথে সংযোগের সুযোগ 1
টিকটকের নতুন ফিচার। ছবি: টেক ক্রাশ

কেন এই উদ্যোগ?

টিকটকের দাবি, এই ফিচার কলেজ শিক্ষার্থীদের মধ্যে বাস্তব জীবনের সংযোগ ও কমিউনিটি তৈরি করতে সাহায্য করবে। বিষয়টি অনেকটা ফেসবুকের শুরুর দিনের মতো, যখন এটি প্রথম চালু হয়েছিল শুধুমাত্র হার্ভার্ডের শিক্ষার্থীদের জন্য।

আরো পড়ুন:

Spotify এর নতুন ফিচার: প্লেলিস্টে নিজের ট্রানজিশন যোগের সুবিধা

সুবিধা যেমন আছে, তেমনি ঝুঁকিও

এমন একটি ফিচার শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করলেও, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ এতে ব্যবহারকারীদের প্রোফাইলের মাধ্যমে সহজে খোঁজা সম্ভব হবে। তবে এটি সম্পূর্ণ ঐচ্ছিক ফিচার—আপনি চাইলে ব্যবহার করতে পারেন, আবার চাইলে উপেক্ষা করতে পারেন।

মজার ব্যাপার হলো, গত বছর ইনস্টাগ্রামও শিক্ষার্থীদের প্রোফাইলে স্কুল ও গ্র্যাজুয়েশন ইয়ার দেখানোর একটি ফিচার টেস্ট করেছিল। যদিও এখনো জানা যায়নি, তারা সেটি আনুষ্ঠানিকভাবে চালু করবে কি না।

পরিশেষে

যারা ক্যাম্পাস জীবনে নতুন বন্ধু খুঁজছেন বা সহপাঠীদের সাথে সংযোগ বাড়াতে চান, তাদের জন্য টিকটকের এই ফিচার হতে পারে দারুণ উপকারী। তবে গোপনীয়তার বিষয়টি মাথায় রেখে ব্যবহার করা হবে কি না—সেটি নির্ভর করবে আপনার সিদ্ধান্তের ওপর।

সূত্র: টেক ক্রাশ

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ