২০ আগস্ট বুধবার দেশের ক্রীড়াপ্রেমীরা টিভি পর্দায় দেখতে পাবেন ক্রিকেট ও ফুটবলের রোমাঞ্চকর লড়াই। দ্য হানড্রেড, টপ এন্ড টি–টোয়েন্টি ও সিপিএলের ম্যাচের পাশাপাশি রাতেই মাঠে নামছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বের দলগুলো।
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ
টি স্পোর্টসে আজ ভোর থেকে শুরু হচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টির রোমাঞ্চকর ম্যাচগুলো। একাডেমি দলগুলো মুখোমুখি হলেও প্রতিটি খেলাই জমজমাট।
- ক্যাপিটাল–শিকাগো 👉 সকাল ৬:৩০ মিনিট
- মেলবোর্ন স্টার্স একাডেমি–পার্থ স্কর্চার্স একাডেমি 👉 সকাল ৯:৩০ মিনিট
- মেলবোর্ন রেনেগেডস একাডেমি–নেপাল 👉 সকাল ১১:৩০ মিনিট
- অ্যাডিলেড স্ট্রাইকার্স–পাকিস্তান শাহিনস 👉 বিকাল ৩:৩০ মিনিট
দ্য হানড্রেড (ইংল্যান্ড)
ইংল্যান্ডের জনপ্রিয় টুর্নামেন্ট দ্য হানড্রেড–এর ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে সনি টেন নেটওয়ার্ক। নারী ও পুরুষ উভয় বিভাগেই থাকছে দারুণ লড়াই।
- ওয়েলশ ফায়ার (নারী)–সাউদার্ন ব্রেভ (নারী) 👉 বিকাল ৪:৩০ মিনিট, সনি টেন ২
- ওয়েলশ ফায়ার (পুরুষ)–সাউদার্ন ব্রেভ (পুরুষ) 👉 রাত ৮টা, সনি টেন ২
- লন্ডন স্পিরিট–নর্দার্ন সুপারচার্জার্স 👉 রাত ১১:৩০ মিনিট, সনি টেন ২
চ্যাম্পিয়নস লিগ বাছাইপর্ব
ফুটবল ভক্তদের জন্য রাতের মূল আকর্ষণ ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্ব।
- সেল্টিক–কাইরাত আলমাতি 👉 রাত ১টা, সনি স্পোর্টস ৫
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (CPL)
বাংলাদেশের সাকিব আল হাসান খেলছেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডার হয়ে। তার দল মাঠে নামবে আগামীকাল ভোরে।
- অ্যান্টিগা অ্যান্ড বারবুডা–ত্রিনবাগো 👉 ভোর ৫টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২
আরো পড়ুন:
দি মারিয়ার চোখে আর্জেন্টিনার সেরা পাঁচ ফুটবলার
সারাদিন জুড়ে খেলার আমে
সকাল থেকে ভোর পর্যন্ত চলবে টানা খেলার আসর। ক্রিকেট, ফুটবল, ফ্র্যাঞ্চাইজি লিগ—সবকিছু মিলিয়ে দর্শকদের জন্য দিনটি হতে যাচ্ছে একেবারে স্পোর্টস ফেস্টিভ্যাল। বিশেষ করে সাকিব ভক্তরা সিপিএলে তার ম্যাচের অপেক্ষায় থাকবেন অধীর আগ্রহে।
উৎস: অনলাইন